[ad_1]
এবার জেনে নেওয়া যাক দীপিকার কাছে আচমকা সোশাল মিডিয়ায় কেন চুমুর আবদার করলেন রণবীর। আসলে শাহরুখের বিপরীতে বলিউডে ডেবিউ মুভি ওম শান্তি ওম ১৫ বছর পূরণ করল।
সেই উপলক্ষ্যে ইনস্টা হ্যান্ডলে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন দীপিকা। নেটিজেনরা যখন তাঁকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত তখন দীপিকার সাফল্যের জন্য রিটার্ন গিফট হিসাবে চুমুর আবদার করলেন রণবীর সিং।
দীর্ঘ ছয় বছর রণবীরের সঙ্গে প্রেম করার পর ২০১৯-এ ছাদনাতলায় চারহাত এক করে জীবনের নতুন ইনিংস শুরু করেন দীপবীর। বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং আর দীপিকা পাডুকোনের দুষ্টু-মিষ্টি পোস্ট আরও একবার তাঁদের সম্পর্কের ভাঙনের গুঞ্জনে জল ঢেলে দিল সে কথা বলার অবকাশই রাখছে না। আগামী ২৫ জানুয়ারি শাহরুখের সঙ্গে পাঠানে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সিনেমার টিজারে বোল্ড অবতারে দীপিকার কিলার লুকে বুঁদ ভক্তরা।
‘বাহুবলী’ প্রভাস ও অমিতা৩ভ বচ্চনের সঙ্গে প্রোজেক্ট কে-এ কাজ করছেন রণবীর ঘরণী। এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ফাইটার। প্রথমবার বলিউডের গ্রীক গডের সঙ্গে দীপিকা পাডুকোন জুটির অন স্ক্রিন কেমেস্ট্রির রসদ বড় পর্দায় উপভোগ করবে দর্শক।
অন্যদিকে রোহিত শেট্টির আগামী কমেডি মুভি সার্কাস-এ অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন সিংহল সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ ও পূজা হেগড়ে।
এছাড়াও করণ জোহরের পরিচালনায় রকি অউর রানি কি প্রেম কাহিনি-তে আলিয়া ভাট, জয়া বচ্চন ধর্মেন্দ্র আর শাবানা আজমির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলি অভিনেতা রণবীর সিং।
[ad_2]
Source link