Deepika Padukone Ranveer Singh : ডিভোর্সের গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে ‘চুম্মে কা ওয়াদা’ দীপিকার! অধীর রণবীর – ranveer singh demands a kiss from deepika padukone as actress shares a new instagram post

0
14

[ad_1]

এই তো সেদিনের কথা…রণবীর সিং আর দীপিকা পাডুকোনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের খবরে চাউর হয়েছিল টিনসেল টাউনের অন্দরে। দীপিকা পাডুকোনের হাসপাতালে ভর্তির প্রকাশ্যে আসতেই গুজব রটেছিল রণবীরের সঙ্গে সম্পর্কের সুতো ছিন্ন হয়ে যাবে দীপিকার সম্পর্ক। যদিও সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের সুখী দাম্পত্যের নজির শেয়ার করেছেন দীপবীর। এবার সোশাল মিডিয়ায় দীপিকার কাছে মিষ্টি আবদার করলেন বেটারহাফ রণবীর সিং। প্রকাশ্য দিবালকে স্ত্রীর কাছ থেকে একটু ‘আদর’ চাইলেন বলিউডের গাল্লি বয় রণবীর সিং। সোশাল মিডিয়ায় হোক বা কোনও পাবলিক ইভেন্ট, এমনকি ভিড়ের মাঝেও দীপিকার প্রতি নিজের ভালোবাসা জাহির করতে কখনও কুন্ঠাবোধ করেন না রণবীর। দীপিকাকে প্রকাশ্যে চুমু খেয়ে বেশ কয়েকবার চর্চায় উঠে এসেছেন রণবীর। এবার দীপিকার ইনস্টা পোস্টে স্ত্রীর থেকে একটা হামি খাওয়ার আবদার করলেন রণবীর (Ranveer Singh Demands A Kiss From Deepika)। অভিনেত্রীর পোস্টের রণবীরের কমেন্ট চোখের নিমেষে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।


এবার জেনে নেওয়া যাক দীপিকার কাছে আচমকা সোশাল মিডিয়ায় কেন চুমুর আবদার করলেন রণবীর। আসলে শাহরুখের বিপরীতে বলিউডে ডেবিউ মুভি ওম শান্তি ওম ১৫ বছর পূরণ করল।

Ranveer Singh Deepika Padukone : ডিভোর্স নিয়ে মাতামাতির মাঝেই ‘সুখবর’ দিলেন রণবীর
সেই উপলক্ষ্যে ইনস্টা হ্যান্ডলে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন দীপিকা। নেটিজেনরা যখন তাঁকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত তখন দীপিকার সাফল্যের জন্য রিটার্ন গিফট হিসাবে চুমুর আবদার করলেন রণবীর সিং।

Srk Deepika : ‘দীপিকা আমার শান্তির নীড়’, অকপট ‘পাঠান’ শাহরুখ
দীর্ঘ ছয় বছর রণবীরের সঙ্গে প্রেম করার পর ২০১৯-এ ছাদনাতলায় চারহাত এক করে জীবনের নতুন ইনিংস শুরু করেন দীপবীর। বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং আর দীপিকা পাডুকোনের দুষ্টু-মিষ্টি পোস্ট আরও একবার তাঁদের সম্পর্কের ভাঙনের গুঞ্জনে জল ঢেলে দিল সে কথা বলার অবকাশই রাখছে না। আগামী ২৫ জানুয়ারি শাহরুখের সঙ্গে পাঠানে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সিনেমার টিজারে বোল্ড অবতারে দীপিকার কিলার লুকে বুঁদ ভক্তরা।

Deepika Padukone Ranveer Singh : ‘আমার মুখ দেখে…’, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীপিকা
‘বাহুবলী’ প্রভাস ও অমিতা৩ভ বচ্চনের সঙ্গে প্রোজেক্ট কে-এ কাজ করছেন রণবীর ঘরণী। এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ফাইটার। প্রথমবার বলিউডের গ্রীক গডের সঙ্গে দীপিকা পাডুকোন জুটির অন স্ক্রিন কেমেস্ট্রির রসদ বড় পর্দায় উপভোগ করবে দর্শক।

অন্যদিকে রোহিত শেট্টির আগামী কমেডি মুভি সার্কাস-এ অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন সিংহল সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ ও পূজা হেগড়ে।

এছাড়াও করণ জোহরের পরিচালনায় রকি অউর রানি কি প্রেম কাহিনি-তে আলিয়া ভাট, জয়া বচ্চন ধর্মেন্দ্র আর শাবানা আজমির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলি অভিনেতা রণবীর সিং।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here