Debina Bonnerjee And Gurmeet Choudhary Baby : দ্বিতীয়বার মা হলেন দেবিনা, কন্যাকে ‘ওয়েলকাম’ গুরমিতের – debina bonnerjee and gurmeet choudhary welcome their second daughter

0
15

[ad_1]

আরও একবার মাতৃত্বের স্বাদ পেলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ১১ নভেম্বর শুক্রবার গুরমিত চৌধুরী-দেবিনার বন্দ্যোপাধ্যায়ের জীবনে এল নতুন সদস্য। তারকা পরিবারের ঘর আলো করে এল লক্ষ্মী সোনা। অর্থাৎ, কন্যা সন্তানের মা-বাবা হলে এই তারকা দম্পতি গুরমিত-দেবীনা। ইনস্টা হ্যান্ডলে প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করে খুশ খবরি দিলেন দেবিনার বেটারহাফ গুরমিত চৌধুরী (Debina Bonnerjee And Gurmeet Choudhary Baby)। ইনস্টাগ্রাম পোস্টে সুখবর শেয়ার করে লিখেছেন, “এই পৃথিবীতে আমরা আমাদের কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছি। শেষ পর্যন্ত দ্বিতীয়বার সন্তান সুখ লাভ করলাম। এই মুহূর্তে আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাতে চাই। সময়ের আগেই এই রপৃথিবীর আলো দেখল আমাদের সন্তান। সদ্যোজাতর জন্য সকলে ভালোবাসা আর আশীর্বাদ আমাদের কাম্য।” তারকা দম্পতির জীবনের এই নতুন অধ্যায়ের শুভ সূচনার খবর সোশাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সেলেব বন্ধু থেকে ভক্তরা সকলেই।


অভিনেতা সোনু সুদ গুরমিত-দেবীনাকে দ্বিতীয়বার মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন। করণ ছাবরাও নিউলি পেরেন্টসে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন। ইহানা ধিলোনও গুরমিতের পোস্টে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। টেলি তারকা ছাড়াও সদ্যোজাত আর তাঁর মা-বাবাকে নতুন জীবনকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই জুটির ভক্তরাও।


Gurmeet & Debina: ফের গুড নিউজ, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন গুরমিত-দেবিনা
গুরমিতের পোস্টে ছোট্ট সোনাকে দেখার আবদারও করেছেন এই জুটির অনুগামীরা। উল্লেখ্য, গত বছর IVF পদ্ধতিতে সন্তান সুখ লাভ করেছিলেন দেবিনা-গুরমিত। তবে এবার স্বাভাবিক নিয়মেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন বিগ বস খ্যাত তারকা দেবিনা বন্দ্যোপাধ্যায়।

Gurmeet & Debina: ‘চার মাসের মধ্যেই প্রেগন্যান্সি কিট কিনতে লজ্জা লাগছিল’, মন্তব্য দেবিনার
দিন দুয়েক আগেই সোশাল মিডিয়ায় বেবি বাম্প শ্যুটের ভিডিয়ো শেয়ার করেছিলেন গুরমিত ঘরণী দেবিনা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মা হাওয়ার খুশিতে ক্যামেরার সামনে উড বি মাম্মির প্রেগন্যান্সি গ্লো যেন ঠিকরে বেড়চ্ছিল।

সন্তানের কান্নার কারণ বুঝে ওঠা সব চেয়ে কঠিন কাজ: দেবিনা
স্বল্প পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন গুরমিত চৌধুরীর অর্ধাঙ্গিনী দেবিনা বন্দ্যোপাধ্যায়। বেবি বাম্পের ভিডিয়ো শ্যুটের সেই সুন্দর মুহূর্তকে সকলের সঙ্গে শেয়ার করেছিলেন নিউলি মাম্মি।

দেবিনা বন্দ্যোপাধ্যায়ের লেটেস্ট বেবি বাম্পের ভিডিয়ো শ্যুটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল নেটপাড়া। গ্ল্যামারাস ফটোশ্যুটে যেন টেক্কা দিয়েছেন তাবড় সুন্দরীদেরও। কিন্তু, ট্রোলারের তো অভাব নেই। বেবি বাম্পের ভিডিয়ো শেয়ারের পর চরম কটাক্ষের শিকার হন।

একজন বাঙালি কন্যা অন্তঃসত্ত্বা অবস্থায় শরীর প্রদর্শন করায় নেটিজেনরা রীতিমতো তুলোধনা করলেন দেবিনাকে। এক নেটিজেনের বক্তব্য, “ছিঃ…তুমি ভারতীয় নারী! এই ধরণের শ্যুট কে করে? নিজের ঘরেই রাখো এসব জিনিস।”



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here