Debina Bonnerjee : ‘ভারতীয় নারীর লজ্জা’, বেবি বাম্প শ্যুটের ভিডিয়োতে কটাক্ষের শিকার বাঙালি অভিনেত্রী – debina bonnerjee gets trolled by netizens after sharing pregnancy photoshoot video

0
21

[ad_1]

করিনা কপুর থেকে জেনেলিয়া ডিসৌজা, বিপাশা বসু থেকে আলিয়া ভাট, সোনম কপুর সহ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের বেবি বাম্প শ্যুটের মুহূর্ত হয়ে উঠে সোশাল মিডিয়া সেনসেশন। এবার সেই তালিকার নয়া সংযোজন বং বিউটি দেবিনা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মা হাওয়ার খুশিতে ক্যামেরার সামনে উড বি মাম্মির প্রেগন্যান্সি গ্লো যেন ঠিকরে বেড়চ্ছে (Debina Bonnerjee Pregnancy Photoshoot)। স্বল্প পোশাকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন গুরমিত চৌধুরীর অর্ধাঙ্গিনী দেবিনা বন্দ্যোপাধ্যায়। বেবি বাম্পের ভিডিয়ো শ্যুটের সেই সুন্দর মুহূর্তকে সকলের সঙ্গে শেয়ার করেছেন দেবিনা। প্রথম সন্তানের জন্মের চার মাসের মধ্যেই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর জানিয়েছিলেন। জীবনের এই অদ্ভুত প্রাপ্তি আজও যেন বিশ্বাস হয় না দেবিনা-গুরমিতের (Gurmeet Choudhary)। বেবি বাম্পের ভিডিয়ো শ্যুটের ক্যাপশনেও সেই অনভূতিটারই বর্হিপ্রকাশ ঘটিয়েছেন মম টু বি দেবিনা। ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপচরিং দ্য মিরাকল’ অর্থাৎ জীবন যে অনাবিল আনন্দ উপভোগ করার সুযোগ দিয়েছে সেই মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করছি।


দেবিনা বন্দ্যোপাধ্যায়ের লেটেস্ট বেবি বাম্পের ভিডিয়ো শ্যুটের প্রশংসা করেছেন নেটপাড়ার সদস্যরা। গ্ল্যামারাস ফটোশ্যুটে যেন টেক্কা দিয়েছেন তাবড় সুন্দরীদেরও। কিন্তু, ট্রোলারের তো অভাব নেই।

Debina Bonnerjee Baby: ‘ফিট অ্যান্ড অ্যাক্টিভ’ থাকাই এখন প্রধান উদ্দেশ্য, ওয়ার্কআউটের ভিডিয়ো পোস্ট অন্তঃসত্ত্বা দেবিনার
বেবি বাম্পের ভিডিয়ো শেয়ারের পর চরম কটাক্ষের শিকার হন। একজন বাঙালি কন্যা অন্তঃসত্ত্বা অবস্থায় শরীর প্রদর্শন করায় নেটিজেনরা রীতিমতো তুলোধনা করলেন দেবিনাকে। এক নেটিজেনের বক্তব্য, “ছিঃ…তুমি ভারতীয় নারী! এই ধরণের শ্যুট কে করে? নিজের ঘরেই রাখো এসব জিনিস।”

Gurmeet & Debina: ‘চার মাসের মধ্যেই প্রেগন্যান্সি কিট কিনতে লজ্জা লাগছিল’, মন্তব্য দেবিনার
অন্য এক নেটিজেনের বক্তব্য, ” বেবিবাম্প ফটোশ্যুট ট্রেন্ডটা একেবারে বিরক্তিকর। মাতৃত্বের সুখ একটা সুন্দর অনুভূতি। এই সময় সন্তানকে সাবধানে রাখা প্রদান উদ্দেশ্য। ফটোশ্যুট করে বাড়তি কিছু পাওয়া যায়?” প্রথম সন্তানের জন্মের চার মাসের মধ্যেই দ্বিতীয়বার মা হওয়া নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন দেবিনা।

Gurmeet Choudhary Debina Bonnerjee Baby Girl: অপেক্ষার অবসান! খুদে লিয়ানার সঙ্গে পরিচয় করালেন গুরমিত-দেবীনা
বিগ বস খ্যাত (Bigg Boss) তারকার সংযোজন, “প্রথম সন্তানের জন্মের মাত্র চার মাসের মধ্যেই ফের প্রেগন্যান্সি টেস্ট…ব্যাপারটা খুবই অস্বস্তিকর ছিল (Debina Bonnerjee Felt Shy To Buy Pregnancy Test Kit)।

দোকানে গিয়ে প্রেগন্যান্সি কিট কিনতে খুবই অস্বস্তি বোধ করেছিলেন। তাই অনলাইনে কিটের অর্ডার দেন। নিজের vlog-এ এই কথা যেমন শেয়ার করেছেন তেমনই জানিয়েছেন যে গুরমিত বা দেবিনা কেউই দ্বিতীয় সন্তানের জন্য কোনও পরিকল্পনা করেননি। এটা ঈশ্বরের আশীর্বাদ।”



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here