Debarati Mukhopadhyay : ‘অ্যান্টি বায়োটিক খাওয়াই কাল…’, বিরল গিলান-বা সিনড্রোমের লক্ষণ জানালেন দেবারতি – debarati mukhopadhyay health update bengali author claims taking several antibiotic during covid times caused guillain barre syndrome

0
11

[ad_1]

Debarati Mukhopadhyay Health Update : Guillain Barre syndrome -এ আক্রান্ত ‘ডাকাতরাজা’ খ্যাত লেখিকা দেবারতি মুখোপাধ্যায়। বিরল ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। লড়াই করে ফিরে এসেছেন। এই রোগের লক্ষণ এবং কারণ জানালেন লেখিকা…

 

হাইলাইটস

  • বিরল রোগ গিলান-বা সিনড্রোমে আক্রান্ত বাংলার জনপ্রিয় লেখিকা দেবারতি মুখোপাধ্যায়।
  • বর্তমানে শয্যাশায়ী তিনি।
  • কী ভাবে হল এই রোগ? লক্ষণ জানিয়ে সতর্ক করলেন দেবারতি।
বিরল রোগ গিলান-বা সিনড্রোমে আক্রান্ত বাংলার জনপ্রিয় লেখিকা দেবারতি মুখোপাধ্যায়। বর্তমানে শয্যাশায়ী তিনি। তবে মনের জোরে লড়াই করছেন তিনি। আপ্রাণ চেষ্টা করছেন সুস্থ হওয়ার। এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, “এখনও একইরকম আছি। চিকিৎসক বলেছেন আরও দেড় মাস লেগে যাবে সুস্থ হতে। আমি ডাক্তারের পরামর্শ মেনে চলছি।” তবে ‘ঈশ্বর যখন বন্দির’ লেখিকার অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল নিন্দুকদের একাংশ। এ প্রসঙ্গে দেবারতি বলেন, “যে যার বলার বলুক। ১০ হাজার মানুষ ভালো বললে, ২০ জন খারাপ বলবেই। খারাপ লাগে। কিন্তু, কী করা যাবে? আমি সকলকে বিষয়টি জানিয়েছিলাম সচেতন করার জন্য। আমার সঙ্গে যা হল তা আর কারও সঙ্গে হোক চাই না।”
Debarati Mukhopadhyay : ‘ওয়াকার-বেডপ্যানের দুনিয়া ছেড়ে বেরতে হবে’, মৃত্যুমুখ থেকে ফিরলেন লেখিকা দেবারতি
নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “আমার হাত, পা আগে অবশ হয়েছিল। আমি বিষয়টিকে আমল দিইনি। এই ধরনের কোনও লক্ষণ দেখা গেলে চিকিৎসকের শরণাপন্ন হন। নয়ত বড়সড় কোনও বিপদ ঘটে যেতে পারে।” দেবারতি আরও বলেন, “আসলে কোভিডের পর থেকেই এই গিলান-বা সিনড্রোম মাথাচাড়া দিয়েছে। খুবই বিরল রোগ এটি। সাধারণত কারও হয় না। তবে করোনা পরবর্তী সময়ে রোগটা বাড়ছে।”
Aindrila Sharma Health : ‘…নিজের হাতে ওকে বাড়ি ফেরাব’, ঐন্দ্রিলার অসুস্থতা প্রসঙ্গে মুখ খুললেন সব্যসাচী
তাঁর সংযোজন, “এখন জ্বর হলেই ভয়ে মুড়ি মুড়কির মতো করে অ্যান্টি বায়োটিক খাই আমরা। এটাই কাল হল। করোনার সময়ও তো প্রচুর অ্যান্টি বায়োটিক খেয়েছি। আমার চিকিৎসক বলেছেন, এটাই এই রোগের অন্যতম কারণ।”
Debarati Mukhopadhyay : বিরল রোগে আক্রান্ত হয়েও কটাক্ষের শিকার দেবারতি! দিলেন অসুস্থতার প্রমাণ
দেবারতি মুখোপাধ্যায় সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। শরীরে কোনও রোগের লক্ষণ দেখা গেলেই ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “সকলে সুস্থ থাক, সেটাই চাই আমি।”

উল্লেখ্য, পুজোর পরেই Guillain-Barré syndrome -এ আক্রান্ত হয়েছিলেন Debarati Mukhopadhyay। প্রথমে হাত-পা অবশ হয় তাঁর। এরপর ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় তাঁর পুরো দেহ। প্যারালাইজড হয়ে যায় মস্তিষ্কও। কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। মৃত্যুর সঙ্গে ‘ফাইট’ করে ফিরে এসেছেন দেবারতি। সেই কথা জানিয়েছেন সোশাল মিডিয়া প্রোফাইলে।

দেবারতির কথায়, “একাদশীর দিন সকালে উঠে দেখলাম, সেই অবশভাব রূপ নিয়েছে প্রায় অসাড়তার, আর তা উঠে এসেছে হাঁটু অবধি। আমি টলতে টলতে হাঁটছি আর সঙ্গে জিভ থেকে গলা, পুরোটাই যেন বীভৎসভাবে পুড়ে গেছে। খাবারের স্বাদ তো নেই-ই, নিজেই নিজের জিভ কামড়ে গলগলিয়ে রক্ত বেরোলেও কিছু বুঝতে পারছি না।”

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here