Charu Asopa Rajeev Sen Love Story: ‘সেন বাড়ির দরজা খোলা’, চারুকে ফেরার অনুরোধ সুস্মিতা সেনের ভাইয়ের – sushmita sen brother rajeev sen demands charu asopa still loves him and should come back

0
9

[ad_1]

“চারু আমাকে ভালোবাসে, ওঁর জন্য সেন বাড়ির দরজা সবসময়ই খোলা।” সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও তাঁর স্ত্রী চারু আসোপার ঝামেলার মাঝেই গলায় অন্য সুর সুসের ভাইয়ের (Charu Asopa Rajeev Sen Love Story)। সেন দম্পতির গল্পে এল নয়া টুইস্ট? নিজের vlog -এ এসে বেশ অনেকটা সময় চারু আর তাঁর অভিযোগ নিয়ে বেশ অনেকটা সময় জুড়ে মনের কথা শেয়ার করলেন রাজীব সেন। তাঁর মতে, চারু এখনও স্বামী হিসাবে তাঁকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। সেই জন্যই হয়তো রাগে অভিমানে কিছু খারাপ কথা বলে ফেলেছেন। তবে চারুর জন্য সেন পরিবারের দরজা সারাজীবন খোলা থাকবে। যে কোনও সময় সেন বাড়িতে ফিরে আসতে পারেন চারু আসোপা।

Charu Asopa Karan Mahra : চারু-করণের দিকে আঙুল তুললেন রাজীব, ফুঁসে উঠলেন টেলি তারকারা
রাজীবের বক্তব্য, চারু সংবাদমাধ্যমের সামনে সংসারের একান্ত ব্যক্তিগত কথা শেয়ার করে ফেলেছেন। সেটা মোটেই উচিত হয়নি। চারু বুঝতে পারছেন না যে স্বামী-স্ত্রীর কথা খুল্লামখুল্লা আলোচনা করলে আখেরে তাঁরই ইমেজ নষ্ট হচ্ছে। vlog -এ এসে রাজীব বলেন, “আজও আমার মনে হয় চারুর একটা সুন্দর হৃদয় রয়েছে। শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

Charu Asopa And Rajeev Sen : ‘কাজ কর্ম ছেড়ে হেঁসেল ঠেলতে বলেছিল…’, সুস্মিতার ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক চারু
শুধু আমার সঙ্গে নয়, চারুর আশেপাশে থাকা অনেকেই ও ভুল বুঝেছে। আমি তিন বছর চারুকে চিনি। আমি তো শুনেছি অনেক বিবাহিত জীবনই বিয়ের তিন-চার বছর পর থেকে সুন্দরভাবে শুরু হয়। দুভার্গ্যজনকভাবে আমার আর চারুর একসঙ্গে কাটানো ভালো সময়গুলি খারাপের অন্ধকারে ঢাকা পড়ে গেল। আমরা একটা সময় এই পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি ছিলাম।”

Charu Asopa Rajeev Sen Marriage : ‘গায়ে হাত তোলে’, হ্যাপি বাবল ফাটিয়ে সুস্মিতার ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক চারু
সুসের ভাই আরও বলেন, “আমি চাই না এই সমস্যার কোনও আঁচ আমার সন্তানের উপর আসুক। আমি চারুর উদ্দেশে বলেতে চাই তোমার জন্য সেন বাড়ির দরজা খোলা রয়েছে। তুমি ইচ্ছে হলেই ফিরে আসতে পারো।

তোমার ফিরে আসা উচিত কারণ এটা তোমার আর জিয়ানার স্মৃতি প্রতিটা কোনায় রয়েছে। এটা আমাদর সন্তান জিয়ানার বাড়ি। জীবন কিন্তু, খুব ছোট, বয়ে যায় সময়ের স্রোতে। “

চারুর স্বামী রাজীবের সংযোজন, “সংবাদমাধ্যম সূত্রে জানতে পারছি যে কথা বলার সময় চারু আবেগপ্রবণ হয়ে পড়ছে। এমনকি কেঁদেও ফেলছে। যদি এটা সত্যি হয় তাহলে এটাই বলব যে চারু আজও আমাকেই ভালোবাসে। সেই জন্যই হয়তো রাগ-অভিমানের মাঝেও আবেগতাড়িত হয়ে পড়ছে।

যদি চারু আমাকে নাই ভালোবাসতো তাহলে ব্যাপারটা হয়তো এতদূর গড়াতই না। নিঃশব্দে ডির্ভোস হয়ে যেত। আর মনে মনে আমাকে অপমান করত। তবে এটাও ঠিক চারু যা করেছে সেটার জন্য ওকে ক্ষমা করাটাও আমার জন্য খুব একটা সহজ হবে না। “

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here