Boycott Pathan: টিজার মুক্তির পরেই বয়কট ট্রেন্ডের কবলে পাঠান, আমিরের পর এবার টার্গেট শাহরুখ?

0
10

[ad_1]

২ নভেম্বর শাহরুখ খানের ৫৭ তম জন্মদিনে টুইটারে পাঠানের টিজার প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই আগুনের গতিতে বাড়তে থাকে ভিউয়ার্সের সংখ্যা। সেই সঙ্গে লাইক-কমেন্ট তো আছেই। মুক্তির পরেই টুইটারে পাঠান (Pathaan Teaser)ট্রেন্ডিং করতে শুরু করে দেয়। দীর্ঘ চার বছর বিরতির পর শাহরুখ খানের কামব্যাক মুভি পাঠান নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এর মাঝেই সক্রিয় হয়ে উঠল বয়কট বলিউড ট্রেন্ড। টুইটারে পাঠানকে বয়কট করার দাবি তোলা হল। টুইটার ইউজারের একাংশের দাবি, যতদিন পর্যন্ত বলিউডের তরুণ তুর্কি প্রয়াত সুশান্ত সিং রাজপুত সঠিক বিচার না পায় ততদিন পর্যন্ত বয়কট বলিউড ট্রেন্ড চলবেই।

উল্লেখ্য, বয়কট বলিউড ট্রেন্ডের (Boycott Bollywood) জেরে বক্স অফিসে ফিকে হয়ে গিয়েছিল আমিরি ম্যাজিক। আমির খানের কামব্যাক মুভি লাল সিং চড্ডা মুক্তির আগেই বয়কট ট্রেন্ডের কবলে পড়েছিল। শুধু আমিরের ছবিই নয়, আদিপুরুষ থেকে রণবীর আলিয়া জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও বয়কটের ডাক দেওয়া হয়েছিল। যদিও বয়কট ট্রেন্ডকে ধূলিসাৎ করে বিশ্বজুড়ে নয়া রেকর্ড গড়েছিল অয়নের ব্রহ্মাস্ত্র। এবার বয়কট গ্যাংয়ের টার্গেট শাহরুখের (Shah Rukh Khan Pathaan Boycott Trend) ছবি পাঠান।

শাহরুখের সঙ্গে এই ছবিতে দীপিকা পাডুকোন অভিনয় করার জন্যই টুইটারে পাঠানকে বয়কট করার দাবি তোলা হয়েছে। বয়কট গ্যাংয়ের দাবি, মাদক মামলায় উঠে এসেছিল বলিউডের মস্তানির নাম। তাঁর মতো একজন অভিনেত্রীকে কেন সিনেমায় সুযোগ দেওয়া হবে, সেই প্রতিবাদেই পাঠানকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

Pathaan Teaser: জন্মদিনে বাদশার ‘রিটার্ন গিফট’, মুক্তি পেল পাঠানের টিজার
উল্লেখ্য, দীপিকা যখন ‘Chhapaak’-এর প্রচারের সময়ও ঠিক একই কারণে CAA বা Citizenship Amendment Act দীপিকার বিরোধীতা করেছিল। বিশেজ্ঞদের মতে, বয়কট ট্রেন্ডের ফলে বলিউড ছবির ভবিষ্যৎ একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমিরের লাল সিং চড্ডার মতোই কি শাহরুখের পাঠানের ভবিষ্যৎ-ও কি প্রশ্ন চিহ্নের মুখে?


টুইটারে পাঠানের টিজার মুক্তির পর সোশাল মিডিয়ায় ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু, একাংশের মতে, পাঠান নাকি হৃত্বিক রোশনের ওয়ার মুভির ‘Extended Version’।

কারও মতে, বলিউড ও হলিউড ছবির কপিক্যাট। সিনেমার টিজার দেখার পরেই অনেকে মন্তব্য করেছেন দৃশ্যগুলির সঙ্গে ‘War’, ‘Tiger’, ‘Saaho’ ও ‘Captain America-এর সঙ্গে বিপুল সামঞ্জস্য রয়েছে। পাঠানের কোনও নিজস্বতা নেই বলেই দাবি তাঁদের।



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here