[ad_1]
Bold Scenes In Movie : বলিউডি ছবিতে আজকাল ‘উষ্ণ’ দৃশ্য আকছার দেখা যায়। OTT-র পর্দাতেও ফুটে উঠছে একের পর এক ‘সেক্স সিন’। কী ভাবে পেশাদার কায়দায় ওই শ্যুট হয়? জানুন

হাইলাইটস
- হেট স্টোরি থেকে স্যাক্রেড গেমস, সিনেমা বা সিরিয়ালের পর্দায় আকছার উদ্দাম যৌনতার দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে।
- ছুঁৎমার্গ ভেঙে নির্দ্বিধায় সাহসী চরিত্রে অভিনয় করছেন আজকের অভিনেতারা।
- সিলভার স্ক্রিন বা OTT-র পর্দায় কী ভাবে ‘স্টিমি সিন’ ফুটিয়ে তোলা হয়? জানুন
ভারতের প্রথম Certified Intimacy Co-ordinator Aastha Khanna। বেশিরভাগ প্রথম সারির সিনেমা বা সিরিজ শ্যুট হয় তাঁরই নির্দেশে। আরও খোলসা করে বলতে গেলে, ছবির ঘনিষ্ঠ দৃশ্যগুলির পরিচালক হিসেবে কাজ করেন তিনি। পেশাদার কায়দায় কী ভাবে এই কাজ করা সম্ভব সেটাই বাতলে দেন তিনি। এই ধরণের দৃশ্যের শ্যুটিংয়ের সময় অনেক ধরণের অসুবিধা হতে পারে। আস্থার মতো ইন্টিমেসি কো-অর্ডিনেটরদের কাজ সেই সমস্যা অতিক্রম করে সাফল্যের সঙ্গে শ্যুট করা। প্রক্রিয়া মেকানিক্যাল হলেও দর্শক যাতে সেই বিষয়টি না বুঝতে পারে সেদিকে লক্ষ্য রাখাও তাঁরই কাজ। কী ভাবে এই কাজ করেন আস্থা?
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে কোনও ঘনিষ্ঠ সিকোয়েন্সের শ্যুটিংয়ের আগে পুরুষ এবং মহিলার দেহের ছবি এঁকে নেন তিনি। এবার অভিনেতা-অভিনেত্রীর হাতে ওই ছবি দিয়ে নিজেদের শরীরের স্পর্শকাতর স্থানগুলি চিহ্নিত করে দিতে বলেন আস্থা। বিষয়টি জেনে নেওয়ার পর অপর পক্ষকে জানিয়ে দেন উলটোদিকে দাঁড়িয়ে থাকা মানুষটি কী কী পছন্দ করেন না। সেই বিষয়টি মাথায় রাখতে হয় অভিনেতাদের।
আস্থা জানিয়েছেন, শ্যুটিংয়ের আগে দু’পক্ষের সম্মতি নিয়ে নেওয়াটা জরুরি। কোনও অভিনেতা হয়ত মুখে আপত্তি জানাচ্ছেন না। অথচ তাঁর অস্বস্তি বোধ হচ্ছে। এই বিষয়টি নজরে রাখেন আস্থা নিজে।
আসল দৃশ্য শ্যুটের আগে অবশ্যই ওয়ার্কশপ করানো হয়। যেখানে যাবতীয় ডুজ অ্যান্ড ডোন্টস বলে দেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। যত উষ্ণ দৃশ্যই হোক না কেন, হুঁশ হারালে চলবে না। যে মুহূর্তে আস্থা ‘কাট’ বলবেন সেটা শুনে থেমে যাওয়াটা জরুরি।
আস্থার দাবি, কোনও সিনেমায় কখনও গোপনাঙ্গ দেখানো হয় না। বডি টেপ, প্রস্থেটিক মেকআপের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। কখনও সম্পূর্ণ উলঙ্গ হয়ে কোনও যৌন দৃশ্যের শ্যুটিং হয় না। নায়ক-নায়িকা মধ্যে দুরত্ব রাখা হয়। সেইজন্য শ্যুটিংয়ের সময় বালিশও ব্যবহার করা হয়।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
[ad_2]
Source link