Bigg Boss 16 Gori Nagori : বিগ বসের ঘরে হিজাব পরলেন গোরি নাগোরি, বিস্মিত টিনা – bigg boss 16 contestant gori nagori wore hijab and tina dutta got impressed

0
17

[ad_1]

বিগ বসের ঘর মানেই সেখানে নতুন ঘটনা ঘটার আঁতুরঘর। সেই রকমই চমকপ্রদ ঘটনার সাক্ষী রইল রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী থেকে দর্শক। বিগ বস ১৬-এর ঘরে আচমকাই বাথরুম থেকে নিজের ভোল বদলে বেড়িয়ে এলেন এই শোয়ের অন্যতম প্রতিযোগী গোরি নাগোরি (Gori Nagori Wore Hijab)। বোল্ড আর স্টাইলিশ অবতারে যিনি সকলের নজর কাড়েন তিনি হঠাৎ হিজাব ধারণ করলেন। সকলে দেখে একেবারে থ। সোশাল মিডিয়ায়আগুনের গতিতে ভাইরাল হয়েছে গোরি নাগোরির নিউ লুক। নয়া অবতারে তাঁকে দেখে শোয়ের প্রতিযোগী টিনা দত্তের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। গোরি নাগোরিকে দেখে টিনা বলে উঠেলেন, “ওহ নাইস, সো কিউট। আজ কি এখানে কিছু রয়েছে?” উত্তরে গোরী বলেন, “না”। তবে টিনা যেমন গৌরীর নয়া লুকে ফিদা, ঠিক তেমনই বিগ বস ১৬-এর প্রতিযোগী গোরীর লুক দেখে চক্ষু একেবারে চরকগাছ। স্টাইলিশ গৌরিকে দেখার পর আচমকা এই ভোল বদল সত্যিই সকলকে চমকে দিয়েছে।

বিগ বসের ঘরের প্রতিযোগী গোরি নাগোরিকে কিন্তু, ‘হরিয়ানা কি সাকিরা’-ও বলা হয়ে থাকে। তাঁর অসাধারণ নৃত্যশৈলি সকলকে মুগ্ধ করে। বিশেষ করে হরিনাভি ডান্স স্টাইলের জন্য সর্বত্র গৌরির জয়জয়কার।


Sahar Afsha : ‘আল্লাহর ইবাদতে জীবন কাটাব’, সানা খানের পর শো-বিজকে বিদায় ভোজপুরী অভিনেত্রীর
রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী গোরি নাগোরি আসলে রাজস্থানের মুসলিম পরিবারের মেয়ে। তাঁর জন্মগত নাম তসলিমা বানো। তবে বিগ বস ১৬-এর ঘরে প্রথমবার ‘হিজাব’ পরে সকলকে তাক লাগিয়ে দিলেন গোরি ওরফে তসলিমা।

Sana Khan: বলিউড, নাম, খ্যাতি ছেড়ে কেন হিজাব ধারণ করলেন ‘বিল্লো রানি’ সানা খান?
২০১৯ সালে রাজস্থানি মিউজিক ভিডিয়ো Le Photo Le-তে তাঁর নাচের পরেই দর্শকের দরবারে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তসলিমা। সেই সময় ইউটিউবে এই ভিডিয়োটির ভিউয়ের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৫৬৭ মিলিয়ানে।

চলতি বছরের মাঝামাঝি সময় সকলকে চমকে হিজাব ধারণ করেছিলেন বিল্লো রানি সানা খান। বিগ বস খ্যাত তারকা সানার সোয়্যাগ ঝড় তুলেছিল বহু যুবার হৃদয়ে। কিন্তু, সেই সব কিছুকে এক লহমায় দূরে সরিয়ে শান্তির খোঁজে হিজাব ধারণ করেছিলেন।

সানার মতোই আরও এক তারকা আচমকা হিজাব ধারণ করেছিলেন। তিনি জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী সাহার আফসা। ২০২২-এর বছরের শেষের দিকে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে জীবনে এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন ভোজপুরী অভিনেত্রী Sahar Afsha।

গত ২২ সেপ্টেম্বর সাহার সোশাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, ” প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লার নাম নিয়ে জানাতে চাই যে আমি সোবিজ ছেড়ে দওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশিদিন আর রূপোলি দুনিয়ার সঙ্গে আমার কোনও সম্পর্ক থাকবে না। ধর্মীয় রীতিনীতি মেনে আল্লাহর ইবাদতে বাকি জীবনটা কাটাব। “



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here