Bidya Sinha Saha Mim : পরীমনির ‘সতীন কাঁটা’ মিম! চিনে নিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীকে – bidya sinha saha mim allegedly having extramarital affair with pori moni husband sariful razz know about bangladeshi actress

0
13

[ad_1]

পরকীয়ায় জড়িয়েছেন পরীমনির পঞ্চম স্বামী শরিফুল রাজ? এই প্রশ্নে উত্তাল নেটপাড়া। বিষয়টি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে স্বামী এবং তাঁর চর্চিত প্রেমিকাকে ধুয়ে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। রাজকে ট্যাগ করে লিখলেন, “ব্যাপারটা তোমার এতদূর এগোতে দেওয়া ঠিক হয়নি।” এদিকে স্বামীর চর্চিত প্রেমিকাকে ট্যাগ করে লিখলেন, “নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।” আসলে পরাণ এবং দামালের মতো ছবিতে রাজের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের আরও এক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। রাজ এবং মিমের কেমিস্ট্রি মনে ধরেছে দর্শকের। অনেকের দাবি, পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সম্পর্ক রয়েছে দুই তারকার। নেটপাড়ায় ঝগড়া টেনে এনে এই রটনায় সিলমোহর দিয়ে ফেললেন পরীও। এবারে প্রশ্ন, কে এই মিম? ২০০৭ সালে এক বিউটি কনটেস্টের মাধ্যমে গ্ল্যামারের জগতে এন্ট্রি নিয়েছিলেন তিনি। ২০০৮ সালে কাজ করেন হুমায়ূন আহমেদের আমার আছে জল ছবিতে। এটিই তাঁর ডেবিউ ছবি। (ছবি সৌজন্য-Facebook@mim.lux)

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here