[ad_1]
কিছুদিন আগেই প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ভাইঝি জিয়ানা ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। এবার হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী Maera Mishra-ও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে ছবি শেয়ার করে অসুস্থতার খবর জানিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে শুরু করে। গুরুতর অসুস্থ অবস্থায় শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে ((Maera Mishra Has Been Suffering from dengue)। প্রথম দিকে বিষয়টা একদমই বুঝতে পারেননি Maera Mishra। দিওয়ালির দুদিন আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন। শ্যুটিংয়ের মাঝেই গায়ে হালকা জ্বর অনুভব করেন। তখন ভেবেছিলেন এটা হয়তো ভাইরাল ফিভার। তাই অতটা গুরুত্ব দেননি। এরপর দিওয়ালির সময় উত্তরপ্রদেশের বরেলিতে নিজের বাড়ি চলে আসেন। সেখানেই পরিবারের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করেন অভিনেত্রী।
উৎসবের আমেজে নিজের শরীরের দিকে আর সেভাবে নজর দেননি Bhagya Lakshmi খ্যাত অভিনেত্রী Maera Mishra। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, ২৬ অক্টোবর দিওয়ালি কাটিয়ে বাড়ি থেকে ফেরেন। সেই দিনই শ্যুটিং শুরু করে দেন। তখনই আবার ধুম জ্বর আসে। শরীরে কষ্ট অনুভব করতে শুরু করেন।
সেই সময় টিমের তরফে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই দিনই মায়রার ভাই তাঁকে ফোন করে ডেঙ্গি টেস্ট করার পরামর্শ দেন। ভাইয়ের কথায় ডেঙ্গি টেস্টের পরেই রিপোর্ট পজেটিভ আসে। বন্ধুবান্ধব ও ভক্তরা তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।
শারীরিক অবস্তার ক্রমাগত অবনতি ঘটতে শুরু করে। তাই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন ভাগ্য লক্ষ্মী খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মায়রা মিশ্রা। এখন হাসপাতালেই রয়েছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেত্রী।
তবে এখন খুবই দুর্বল। লিক্যুইড ডায়েট মেনেই চলছেন Bhagya Lakshmi খ্যাত অভিনেত্রী Maera Mishra। ভাই আর বউদিই এখন তাঁর দেখাশোনা করছেন। কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ভাগ্য লক্ষ্মীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন Maera Mishra। Malishka Bedi-এর চরিত্রে ছোট পর্দার দর্শকের মন জিতে নিয়েছেন। শ্যুটিংয়ের মাঝে অসুস্থ হয়ে পড়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। প্রোডাকশন টিমের তরফেও বলা হয়েছে সম্পূর্ণ সুস্থ হয়েই মায়রাকে কাজে ফেরার কথাই বলা হয়েছে।
[ad_2]
Source link