Alia Bhatt Ranbir Kapoor Baby : নাতনির নাম কী? পাপারাৎজিদের প্রশ্নে কী বললেন ঠাকুমা নীতু কপুর? – alia bhatt and ranbir kapoor daughter name asked by paparazzi neetu kapoor replies like this

0
15

[ad_1]

রণবীর কপুর আর আলিয়া ভাটের (Ranbir Kapoor And Alia Bhatt) জীবনের নতুন অধ্যায় এখন টক অফ দ্য টাউন। রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রণবীর ঘরণী আলিয়া ভাট। ছোট্ট সদস্য আসার খুশিতে কপুর ও ভাট পরিবারে এখন খুশির হাওয়া। সেলেবের পরিবারের প্রতিটি মুহূর্তে নজর রাখছেন পাপারাৎজিরা। কপুর পরিবারের সদস্যদের বাড়ি থেকে বেড়নো বা হাসপাতলে পৌঁছানোর মুহূর্তগুলি এখন পেজ থ্রি খবরের হট কেক। সোমবার হাসপাতালে নাতনিকে দেখতে গিয়েছিলেন ঠাকুমা নীতু কপুর। রাতে বাড়ি ফেরার পথে ফের ঘিরে ধরেন পাপারাৎজিরা। রণলিয়া ও তাঁদের মেয়ের নতুন আপডেট পেতে মরিয়া প্যাপেরা। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখা যাচ্ছে, বাড়ির সামনে নীতু কপুরের উপর পড়েছে অজস্র ক্যামেরার ফ্ল্যাশ লাইট। সকলের মুখে একটাই প্রশ্ন, কেমন আছে আলিয়ার মেয়ে। উত্তরে নীতু (Neetu Kapoor) জানান, মা ও মেয়ে দুজনেই একদম সুস্থ রয়েছে। সেই সঙ্গে পাপারাৎজিরা নতুন ঠাকুমার কাছে নাতনির নাম জানারও আবদার করে। যদিও তাঁদের সেই আবদারটা রক্ষা করতে পারলেন না রণবীরের মা। তিনি শুধু বলেন, ‘এখন নয়’।

Ranbir Kapoor Baby : লক্ষ্মীর আগমনে পরিবারে খুশির আবহ, মেয়েকে কোলে নিয়ে কেঁদে ফেললেন রণবীর কপুর
বাড়ির সামনে প্যাপেরা ভিড় জমালে তাঁদের উদ্দেশ্য নীতুকে বলতে শোনা গেল, তাঁরা যেন গাড়ির পিছনে না দৌঁড়ায়। আঘাত লাগলে পারে। কপুর পরিবারে লক্ষ্মীর পদধূলি পড়ার আনন্দে আত্মহারা নীতু কপুর। রবিবাসরীয় সকালে কপুর খানদানে লক্ষ্মীর আগমনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাটের শাশুড়ি

Alia Bhatt Baby: কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট, সুস্থ দু’জনেই
সেই দিনও পাপারাৎজিদের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। ‘মা আর সন্তান দুজনেই ভালো আছে। ভীষণ আনন্দ হচ্ছে…’ এইভাবেই সকলের সামনে নিজের আনন্দকে জাহির করেছিলেন যুগ যুগ জিয়ো-র অভিনেত্রী।

Alia Bhatt Ranbir Kapoor Baby : বাবা হলেন রণবীর কপুর, মুখ খুললেন প্রাক্তনরা
নাতনি কার মতো দেখতে হল, রণবীর না আলিয়া? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে খুশিতে গদগদ নীতু কপুর বলেন, “ও এখন অনেক ছোট। তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে ভীষণ মিষ্টি হয়েছে। আমার খুব আনন্দ হচ্ছে। ঠাকুমা হওয়ার যে কী আনন্দ…মা আর সন্তান দুজনেই সুস্থ রয়েছ। একেবারে ফার্স্টক্লাস।”

এদিকে সর্বভারতীয় সংবাদামাধ্যম সূত্রে খবর, অবিরাম কেঁদে চলেছেন রণবীর কপুর। প্রথমবার মেয়েকে কোলে নিয়েই দুচোখ বেয়ে নেমে এল অশ্রুধারা। সন্তানকে কোলে নিয়ে যে অনাবিল সুখ পাওয়া যায় সেই আনন্দেই চোখের জল আটকে রাখতে পারলেন না নিউলি ড্যাডি রণবীর কপুর (Ranbir Kapoor Baby)।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here