[ad_1]
লক্ষ্মীবারে লক্ষ্মীর আগমন। ১০ নভেম্বর, বৃহস্পতিবার কপুর পরিবারে হল লক্ষ্মীপ্রবেশ। ছোট্ট লক্ষ্মী সোনাকে নিয়ে ঘরে ফিরল কপুর পরিবারের ‘লক্ষ্মী’ আলিয়া ভাট। কন্যা সন্তানের জন্মের চার দিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন মম আলিয়া ভাট (alia bhatt gets discharged from hospital )। ছোট্ট আলিয়াকে এক ঝলক লেন্সবন্দি করতেই হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন প্যাপেরা। যদিও সন্তানের মুখ আড়ালেই রেখেছেন নিউলি পেরেন্টস রণলিয়া। স্ত্রী ও সন্তানকে আগলে হাসপাতাল থেকে গাড়িতে উঠলেন ড্যাডি কুল রণবীর কপুর। কোলে ছোট্ট আলিয়াকে নিয়ে গাড়ির ভিতর লেন্সবন্দি হয়েছেন
রণবীর কপুর। সেলেব প্যাপ সেই বিশেষ মুহূর্তের ছবি নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। বলিউডের নতুন মাম্মি-ড্যাডিকে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গাড়ির বন্ধ কাচের বাইরে থেকেই মুঠোফোনে ছোট্ট আলিয়াকে বন্দি করতে মরিয়া হয়ে উঠেছে আম জনতা। তবে ভিড় এড়িয়ে বাস্তুর উদ্দেশে এগিয়েছে গাড়ি। বৃহস্পতিবার কপুর পরিবার দুই লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার জোড়া আনন্দে মেতেছে।
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ গিরগাঁওয়ের HN রিলায়েন্স হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রণবীর কপুর এবং আলিয়া ভাট। তাঁদের কালো রেঞ্জ রোভার গাড়িটি হাসপাতাল চত্বরে ঢুকতেই ব্যস্ততা লক্ষ্য করা যায় স্টাফেদের মধ্যে। এরপরেই শোনা যায়, ডেলিভারির জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন আলিয়া। খবর পেয়ে ওই হাসপাতালে পৌঁছে যান আলিয়ার মা সোনি রজদান।
এর কিছুক্ষণ পর শাশুড়ি নীতু কপুরকে হাসপাতাল চত্বরে দেখা যায়। সেই সময় কারও আর বুঝতে বাকি ছিল না যে বরিবারই আলিয়ার কোলে আসতে চলেছে নতুন সদস্য। এরপরেই সোশাল মিডিয়া পোস্টে মা হওয়ার সুখবর শেয়ার করেছেন রণবীর ঘরণী।
Alia Bhatt Ranbir Kapoor Baby : নাতনির নাম কী? পাপারাৎজিদের প্রশ্নে কী বললেন ঠাকুমা নীতু কপুর?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফৎ জানা গিয়েছিল, “রণবীরের এত খুশি আগে কখনও দেখা যায়নি। যেন সম্পূর্ণ আলাদা একটা মানুষ। খুব সাধারণ, শান্তশিষ্ট একজন মানুষ। কিন্তু, কন্যা সন্তানের আগমনের পরেই যেন তাঁর মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা গেল।
Ranbir Kapoor Baby : লক্ষ্মীর আগমনে পরিবারে খুশির আবহ, মেয়েকে কোলে নিয়ে কেঁদে ফেললেন রণবীর কপুর
মেয়েকে পেয়ে উত্তেজনা আর আনন্দের বশে দুচোখের জল যেন থামছেই না রণবীরের। যে মুহূর্তে মেয়েকে কোলে নিয়েছেন ঠিক সেই সময়ই যেন স্বর্গসুখ নেমে এসেছে রণবীরের জীবনে। তাঁর চোখের জল কিন্তু, কারও নজর এড়ায়নি।”
[ad_2]
Source link