Akshay Kumar Hera Pheri 3 : হেরা ফেরি ৩-র জন্য প্রায় ১০০ কোটি দাবি! ‘টাকার খাই’-এর জন্যই ছবি থেকে বাদ অক্ষয় কুমার? – akshay kumar does not agree to do hera pheri 3 also left from awara pagal deewana 2 and welcome 3 report says

0
35

[ad_1]

ব্লকব্লাস্টার নির্ভেজাল কমেডি মুভি হেরা ফেরির তৃতীয় সংস্করণ নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। হেরা ফেরি ৩-এ (Hera Pheri 3 ) অক্ষয় কুমারের (Akshay Kumar) জুতোয় পা গলাচ্ছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি এই গুঞ্জনেই সরব হয়েছে টিনসেল টাউন। সোশাল মিডিয়ায় এর তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। হেরা ফেরি ৩-এ রাজুর চরিত্রে আক্কির জায়গায় কার্তিককে মেনে নিতে নারাজ দর্শক। এর মাঝেই আক্কি ভক্তদের জন্য আরও একটি খারাপ খবর। শোনা যাচ্ছে দুটি বিগ বাজেটের ছবির সিক্যুয়েল হাতছাড়া হয়ে গেল খিলাড়ি কুমারের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হেরা ফেরি ৩-এর জন্য মোটা টাকা দাবি করেছেন আক্কি। সম্ভবত সেই জন্যই হেরা ফেরি ৩- থেকেও বাদ পড়েছেন অক্ষয়। উল্লেখ্য, হেরা ফেরি ৩-এর সঙ্গেই বাকি দুই বিগ বাজেটের ছবির বিশেষ যোগসূত্র রয়েছে।

Hera Pheri 3 Kartik Aaryan : ভুল ভুলাইয়ার পর হেরা ফেরি ফ্র্যাঞ্চইজিতেও কার্তিক, অক্ষয়কে অনুসরণ?
সূত্রের খবর মোতাবেক, হেরা ফেরি ৩ -এর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালাই কার্তিক আরিয়ানকে এই ছবিতে কাজের প্রস্তাব দিয়েছেন। ভুলভুলাইয়া ২ খ্যাত অভিনেতা হেরা ফেরি ২-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। এই ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় কুমার ৯০ কোটি টাকা দাবি করেছেন।

Ram Setu Vs Kantara : কান্তারা ঝড়ে ‘কুপকাত’ রাম সেতু, গোটা সপ্তাহেও ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারল না অক্ষয়ের ছবি
সেই জায়গায় কার্তিক নিচ্ছেন ৩০ কোটি। এর আগেও অবশ্য অক্ষয় কুমার জানিয়েছিলেন হেরা ফেরি ৩-এর চিত্রনাট্য তাঁর পছন্দ হয়নি। সেই জন্য এই ছবি থেকে সরে গিয়েছেন আক্কি। বিষয়টি মোটেই ভালো লাগেনি ফিরোজের। আক্কির ব্যবহারে কষ্ট পেয়েছেন প্রযোজক।

Akshay Kumar Hera Pheri : রঙ্গোলিতে হেরা ফেরির ‘রাজু’, ভক্তের শৈল্পিক নিদর্শনে বাকরুদ্ধ অক্ষয়
হেরা ফেরি ৩ নিয়ে প্রযোজক-অভিনেতার মধ্যে মনোমালিন্য হওয়ায় ফিরোজ নাদিয়াদওয়ালা তাঁর আগামী ছবি দুটি Awara Pagal Deewana 2 ও Welcome 3 থেকে অক্ষয় কুমারকে সরিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডাস্ট্রি সূত্রে এমনটাই খবর।

এই দুটি ছবির জন্যই আক্কি ছিল তাঁর প্রথম পছন্দ। খুব শীঘ্রই এই দুটি ছবি নিয়ে আলোচনার বসার কথাও ছিল তাঁদের। কিন্তু, শেষ পর্যন্ত প্রযোজক-অভিনতার ঠান্ডা লড়াই থেমে যাবে নাকি নিজের সিদ্ধান্তেই অনড় থাকবেন ফিরোজ সেটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে।

সূত্রের খবর, হেরা ফেরি ৩-অর জন্য আক্কিকে রাজি করানোর অনেক চেষ্টা করেছেন প্রযোডর ফিরোজ নাদিয়াদওয়ালা। কিন্তু, খিলাড়ি কুমার নিজের পারিশ্রমিক কমাতে মোটেই রাজি নন।

বরং সিনেমার লভ্যাংশ থেকেও বেশ কিছু টাকা দাবি করেছেন। তাই শেষ পর্যন্ত অক্ষয়ের জুতোয় পা গলিয়েছেন কার্তিক আরিয়ান। ভুলভুলাইয়া ২-এর পর আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃতি ঘটতে চলেছে?

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here