[ad_1]
সূত্রের খবর মোতাবেক, হেরা ফেরি ৩ -এর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালাই কার্তিক আরিয়ানকে এই ছবিতে কাজের প্রস্তাব দিয়েছেন। ভুলভুলাইয়া ২ খ্যাত অভিনেতা হেরা ফেরি ২-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। এই ছবিতে অভিনয়ের জন্য অক্ষয় কুমার ৯০ কোটি টাকা দাবি করেছেন।
সেই জায়গায় কার্তিক নিচ্ছেন ৩০ কোটি। এর আগেও অবশ্য অক্ষয় কুমার জানিয়েছিলেন হেরা ফেরি ৩-এর চিত্রনাট্য তাঁর পছন্দ হয়নি। সেই জন্য এই ছবি থেকে সরে গিয়েছেন আক্কি। বিষয়টি মোটেই ভালো লাগেনি ফিরোজের। আক্কির ব্যবহারে কষ্ট পেয়েছেন প্রযোজক।
হেরা ফেরি ৩ নিয়ে প্রযোজক-অভিনেতার মধ্যে মনোমালিন্য হওয়ায় ফিরোজ নাদিয়াদওয়ালা তাঁর আগামী ছবি দুটি Awara Pagal Deewana 2 ও Welcome 3 থেকে অক্ষয় কুমারকে সরিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডাস্ট্রি সূত্রে এমনটাই খবর।
এই দুটি ছবির জন্যই আক্কি ছিল তাঁর প্রথম পছন্দ। খুব শীঘ্রই এই দুটি ছবি নিয়ে আলোচনার বসার কথাও ছিল তাঁদের। কিন্তু, শেষ পর্যন্ত প্রযোজক-অভিনতার ঠান্ডা লড়াই থেমে যাবে নাকি নিজের সিদ্ধান্তেই অনড় থাকবেন ফিরোজ সেটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে।
সূত্রের খবর, হেরা ফেরি ৩-অর জন্য আক্কিকে রাজি করানোর অনেক চেষ্টা করেছেন প্রযোডর ফিরোজ নাদিয়াদওয়ালা। কিন্তু, খিলাড়ি কুমার নিজের পারিশ্রমিক কমাতে মোটেই রাজি নন।
বরং সিনেমার লভ্যাংশ থেকেও বেশ কিছু টাকা দাবি করেছেন। তাই শেষ পর্যন্ত অক্ষয়ের জুতোয় পা গলিয়েছেন কার্তিক আরিয়ান। ভুলভুলাইয়া ২-এর পর আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃতি ঘটতে চলেছে?
[ad_2]
Source link