Akshay Kumar Hera pheri 3 : নতুন পথে অক্ষয়, এ কীসের ইঙ্গিত বলিউডের খিলাড়ির? – akshay kumar shares a video which is trending on twitter and fans demand to watch hera pheri 3

0
12

[ad_1]

বক্স অফিসে অক্ষয় কুমার (Akshay Kumar)অভিনীত একের পর এক ছবি মুখ থুবরে পড়ছে। আক্কির লেটেস্ট রিলিজ রাম সেতুও বক্স অফিসে ব্যবসা জমাতে পারল না। এর মাঝেই সোশাল মিডিয়া পেজে স্বশরীরে হাজির বলিউডের খিলাড়ি কুমার। বক্স অফিসে মালামাল করতে না পারলেও ভক্তমহলে অক্ষয়ের জনপ্রিয়তা বিন্দুমাত্র ফিকে হয় না। নিজের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানালেন দর্শকের মনোরঞ্জনের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছেন। দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে সেটি তৈরি করছেন। তবে ঠিক কী নিয়ে আসবেন সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। তাহলে আক্কি নতুন কীসের ইঙ্গিত দিল এখন সেটাই প্রশ্ন।

Hera Pheri 3: ফিরছে রাজু-শ্যাম ও বাবু ভাইয়ার ত্রিফলা! ‘হেরা ফেরি ৩’-র আনুষ্ঠানিক ঘোষণায় উচ্ছ্বসিত ফ্যানেরা
তবে নেটিজেনদের মতে, অক্ষয়ের কথাবার্তায় মিলেছে হেরা ফেরি থ্রি-র আভাস। সোশাল মিডিয়ায় আক্কির ভিডিয়ো পোস্ট ভাইরাল হতেই ভক্তরা হেরা ফেরি থ্রিতে তাঁকে দেখার জন্য আবদার করেছেন। উল্লেখ্য, সিনেমার প্রযোজক হেরা ফেরি থ্রি আসছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিনেতার পোস্টের কমেন্ট বক্সেহেরা ফেরি থ্রি নিয়েই কমেন্ট কমেন্ট করেছেন নেটিজেনরা।

Akshay Kumar : ছত্রপতি শিবাজির চরিত্রে অক্ষয় কুমার, ফ্লপের গেরো কাটাতে মারাঠি ছবিতে ডেবিউ খিলাড়ি কুমার?
এই মুহূর্তে টুইটারে ভাইরাল হ্যাশট্যাগ হেরাফেরি ৩। মোক্ষম সময়ে সোশাল মিডিয়ায় হেরা ফেরির রাজুর ভিডিয়ো বার্তা পোস্ট। দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন টুইটার ইউজাররা। হেরি ফেরির প্রথম দুটি পর্ব সুপারহিট। বলা ভালো, Hera Pheri -র হাত ধরে ভারতীয় সিনেমায় ‘সিচুয়েশনাল কমেডি’-র বাদশা হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালরা।

Ram Setu Vs Kantara : কান্তারা ঝড়ে ‘কুপকাত’ রাম সেতু, গোটা সপ্তাহেও ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারল না অক্ষয়ের ছবি
আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলার ইঙ্গিতে খুশির হাওয়া সিনেপ্রেমীদের মধ্যে। ছবি মুক্তির পর অনেকগুলি বছর কেটে গেলেও পর্দায় নির্ভেজাল কমেডির যে স্বাদ দর্শক পেয়েছিল তা আজও সামনভাবে প্রাসঙ্গিক।

বলিউডের অ্যাকশন মুভি থেকে রোম্যান্টিক মুভি, সবেতেই আক্কির জয়জয়কার। তবে হেরি ফেরি-তে রাজুর চরিত্রে আক্কির অভিনয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল দর্শকের। তাই অভিনেতার অনুরাগীরা আরও একবার হেরা ফেরি থ্রি-তে আক্কির সেই অনবদ্য অভিনয় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অক্ষয় কুমারের অনুরাগীরা।

চলতি বছরের শুরুতে Hera Pheri Franchaise -র প্রযোজক Firoz Nadiadwala সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন যে অরিজিন্যাল স্টারকাস্ট নিয়েই এই ছবির তৃতীয় পার্ট তৈরি করা হচ্ছে।

ফিরোজের কথায়, “খুব শীঘ্রই আপনারা ‘হেরা ফেরি ৩’ দেখতে পাবেন। অক্ষয়জি, পরেশ ভাই এবং সুনীলজিকে নিয়েই এই ছবিটি বানাতে চলেছি আমরা। ছবির চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে কিছু ছোটখাটো পরিবর্তন আনার কথা ভাবছি আমরা।”

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here