[ad_1]
তবে নেটিজেনদের মতে, অক্ষয়ের কথাবার্তায় মিলেছে হেরা ফেরি থ্রি-র আভাস। সোশাল মিডিয়ায় আক্কির ভিডিয়ো পোস্ট ভাইরাল হতেই ভক্তরা হেরা ফেরি থ্রিতে তাঁকে দেখার জন্য আবদার করেছেন। উল্লেখ্য, সিনেমার প্রযোজক হেরা ফেরি থ্রি আসছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিনেতার পোস্টের কমেন্ট বক্সেহেরা ফেরি থ্রি নিয়েই কমেন্ট কমেন্ট করেছেন নেটিজেনরা।
এই মুহূর্তে টুইটারে ভাইরাল হ্যাশট্যাগ হেরাফেরি ৩। মোক্ষম সময়ে সোশাল মিডিয়ায় হেরা ফেরির রাজুর ভিডিয়ো বার্তা পোস্ট। দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন টুইটার ইউজাররা। হেরি ফেরির প্রথম দুটি পর্ব সুপারহিট। বলা ভালো, Hera Pheri -র হাত ধরে ভারতীয় সিনেমায় ‘সিচুয়েশনাল কমেডি’-র বাদশা হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালরা।
আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলার ইঙ্গিতে খুশির হাওয়া সিনেপ্রেমীদের মধ্যে। ছবি মুক্তির পর অনেকগুলি বছর কেটে গেলেও পর্দায় নির্ভেজাল কমেডির যে স্বাদ দর্শক পেয়েছিল তা আজও সামনভাবে প্রাসঙ্গিক।
বলিউডের অ্যাকশন মুভি থেকে রোম্যান্টিক মুভি, সবেতেই আক্কির জয়জয়কার। তবে হেরি ফেরি-তে রাজুর চরিত্রে আক্কির অভিনয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল দর্শকের। তাই অভিনেতার অনুরাগীরা আরও একবার হেরা ফেরি থ্রি-তে আক্কির সেই অনবদ্য অভিনয় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অক্ষয় কুমারের অনুরাগীরা।
চলতি বছরের শুরুতে Hera Pheri Franchaise -র প্রযোজক Firoz Nadiadwala সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন যে অরিজিন্যাল স্টারকাস্ট নিয়েই এই ছবির তৃতীয় পার্ট তৈরি করা হচ্ছে।
ফিরোজের কথায়, “খুব শীঘ্রই আপনারা ‘হেরা ফেরি ৩’ দেখতে পাবেন। অক্ষয়জি, পরেশ ভাই এবং সুনীলজিকে নিয়েই এই ছবিটি বানাতে চলেছি আমরা। ছবির চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে কিছু ছোটখাটো পরিবর্তন আনার কথা ভাবছি আমরা।”
[ad_2]
Source link