[ad_1]
সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল এই ছবির শুভ মহরৎ-এর অনুষ্ঠান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে MNS চিফ রাজ ঠাকরের উপস্থিতি এই অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেছিলেন। অক্ষয় কুমারের রাম সেতু মুক্তির পরেই মারাঠি ছবি Vedat Marathe Veer Daudale Saat-এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সম্রাট পৃথ্বীরাজ থেকে পুরাতত্ত্ববিদ, কোন চরিত্রেই দর্শকের মনে দাগ কাটতে পারেননি অক্ষয়। ছত্রপতি শিবাজির চরিত্রে মারাঠি ছবির দর্শকের মনে প্রভাব ফেলতে পারে কিনা এখন সেটাই দেখার।
মারাঠি ছবিতে প্রথমবার কাজের সুযোগ পেয়ে কী বললেন আক্কি? অভিনেতার সংযোজন, “ছত্রপতি শিবাজির চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা স্বপ্নপূরণের মতো। আজ আমার স্বপ্নও যেন সত্যি হতে চলেছে।
বড় পর্দায় ছত্রপতি শিবাজির চরিত্রে অভিনয় করাটা আমার কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। যখন এই ছবিতে কাজের প্রস্তাব পেলাম নিজেকে ধন্য বলে মনে হয়েছিল। প্রথমবার মহেশ মঞ্জেকরের সঙ্গে কাজ করতে চলেছি। আরও একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব। “
পরিচালক বলেন, “দীর্ঘ সাত বছর ধরে এই ছবি নিয়ে রিসার্চ করছি। শেষ পর্যন্ত আমার কাছে সেই সুযোগট এল। ছত্রপতির চরিত্রের জন্য অক্ষয় কুমার পারফেক্ট চয়েজ বলে আমার মনে হয়েছে। দেশজুড়ে এই ছবি মুক্তি পাবে।
মারাঠি ছবির ইতিহাসে এই ছবির নাম উজ্জ্বল হরফে লেখা থাকবে।” মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে বলেন, “এই ছবির জন্য আমার শুভেচ্ছা রইল। বক্স অফিসে এই ছবি দারুণ সাফল্য পাবে। ” রাজ ঠাকরেও পরিচালক ও অক্ষয় কুমারকে আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
[ad_2]
Source link