Aishwarya Rai Bachchan Birthday : জয়পুরের রানির চরিত্রে রাই সুন্দরী? ঐশ্বর্যর জন্মদিনে জল্পনা তুঙ্গে – aishwarya rai bachchan will be seen as gayatri devi report says on actress birthday

0
21

[ad_1]

১ নভেম্বর ৪৯ বছরের জন্মদিন সেলিব্রেট করলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। দীর্ঘ বিরতির পর পোন্নিইন সেলভান ছবির ম্যা হাত ধরে রুপোলি পর্দায় কামব্যাক করলেন রাই সুন্দরী। টিনসেল টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, Oomai Rani বা নন্দিনীর চরিত্রের পর এবার নাকি জয়পুরের মহারানি গায়েত্রী দেবীর ভূমিকায় দর্শকের দরবারে হাজির হবেন গ্ল্যাম ডিভা ঐশ্বর্য রাই বচ্চন। সালটা ছিবল ১৯৯০। সেই সময় পরিচালক JP Dutta জয়পুরের মহারানি গায়েত্রী দেবীর জীবনী অবলম্বনে ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন। মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। এবার কি সেই স্বপ্নপূরণের শুভ মহরৎ এল? রাই সুন্দরীকে নিয়েই মহারানি গায়েত্রী দেবীর বায়োপকি তৈরির জন্য নতুন করে চিন্তাভাবনা শুরু করছেন পরিচালক JP Dutta। মুম্বই ফিল্ম সিটির অন্দরে জোরাল হচ্ছে গুঞ্জন।

Aishwarya Rai Bachchan: ঝরঝরে তামিলে ‘ভনক্কম’ ঐশ্বর্যের, রজনীর পা ছুঁয়ে প্রণাম রাই সুন্দরীর
রাই সুন্দরীর জন্মদিনে যেমন তাঁর বায়োপিকেরে কানাঘুষো শোনা গেল তেমনই ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের আগেও শোনা যাচ্ছে তাঁর জীবনের বিশেষ দিনেই মুক্তি পাবে পাঠানের ট্রেলার। এছাড়াও শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে ২ নভেম্বর দেশজুরে বিভিন্ন মাল্টিপ্লেক্সে দেখান হবে নয়ের দশকে শাহরুখ-কাজল অভিনীত নয়ের দশকের সুপারহিট মুভি দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে। যশ রাজ ফিল্মসের উদ্যোগে খুশি শাহরুখ ভক্তরা।

Ponniyin Selvan Amazon Prime : বড়পর্দায় বাজিমাতের পর OTT-তে পোন্নিইন সেলভান, জলের দরে দেখতে পাবেন ঐশ্বর্য রাইয়ের ছবি
চার বছর পর Ponniyin Selvan -এর মাধ্যমে রুপোলি স্ক্রিনে নয়া ইনিংস শুরু করতেই বক্স অফিসে একেবারে কিস্তিমাত ঐশ্বর্য রাই বচ্চনের। এই ছবির পোস্টার থেকে রুপোলি পর্দা, রানি নন্দিনীর ভূমিকায় নজর কেড়েছেন রাইসুন্দরী। এথনিক লুকে হলমুখী দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য-অভিষেকের বিয়ের দিন আত্মহত্যার চেষ্টা জাহ্নবী কপুরের, তুঙ্গে উঠেছিল বিতর্ক
দক্ষিণের সাবেক শাড়ি, গয়নায় তিনি যেন অপরূপা। Pazhuvoor -এ রানির চরিত্রে অভিনয় করেছেন অভিষেক ঘরণী ঐশ্বর্য রাই বচ্চন। তিনি বুঝিয়ে দিয়েছেন হিংসার রূপ কতটা জেল্লাদার হতে পারে। বড় পর্দায় ছবি মুক্তির দেড় মাসের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় মণি রত্নমের এই ঐতিহাসিক অ্যাকশন ড্রামা।

মাত্র ১৯৯ টাকায় আমাজন প্রাইমের দর্শক ঘরে বসে এই ছবির মজা উপভোগ করতে পারবেন। আগামী ৪ নভেম্বর থেকে আমাজন প্রাইমের সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার সকলের জন্যঅ এই বিশেষ অফারটি প্রযোজ্য। ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মণি রত্নমের Ponniyin Selvan দেখার জন্য কোনও বাড়তি টাকা খরচ করতে হবে না।

আগামী কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে পোন্নিইন সেলভানের সিক্যোয়েল। পাঁচ দিনে ৩০০ কোটির ব্যবসা করে নয়া রেকর্ড গড়ে ফেলেছে মণি রত্নমের ছবি Ponniyin Selvan।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here