[ad_1]
রাই সুন্দরীর জন্মদিনে যেমন তাঁর বায়োপিকেরে কানাঘুষো শোনা গেল তেমনই ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের আগেও শোনা যাচ্ছে তাঁর জীবনের বিশেষ দিনেই মুক্তি পাবে পাঠানের ট্রেলার। এছাড়াও শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে ২ নভেম্বর দেশজুরে বিভিন্ন মাল্টিপ্লেক্সে দেখান হবে নয়ের দশকে শাহরুখ-কাজল অভিনীত নয়ের দশকের সুপারহিট মুভি দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে। যশ রাজ ফিল্মসের উদ্যোগে খুশি শাহরুখ ভক্তরা।
চার বছর পর Ponniyin Selvan -এর মাধ্যমে রুপোলি স্ক্রিনে নয়া ইনিংস শুরু করতেই বক্স অফিসে একেবারে কিস্তিমাত ঐশ্বর্য রাই বচ্চনের। এই ছবির পোস্টার থেকে রুপোলি পর্দা, রানি নন্দিনীর ভূমিকায় নজর কেড়েছেন রাইসুন্দরী। এথনিক লুকে হলমুখী দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।
দক্ষিণের সাবেক শাড়ি, গয়নায় তিনি যেন অপরূপা। Pazhuvoor -এ রানির চরিত্রে অভিনয় করেছেন অভিষেক ঘরণী ঐশ্বর্য রাই বচ্চন। তিনি বুঝিয়ে দিয়েছেন হিংসার রূপ কতটা জেল্লাদার হতে পারে। বড় পর্দায় ছবি মুক্তির দেড় মাসের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় মণি রত্নমের এই ঐতিহাসিক অ্যাকশন ড্রামা।
মাত্র ১৯৯ টাকায় আমাজন প্রাইমের দর্শক ঘরে বসে এই ছবির মজা উপভোগ করতে পারবেন। আগামী ৪ নভেম্বর থেকে আমাজন প্রাইমের সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার সকলের জন্যঅ এই বিশেষ অফারটি প্রযোজ্য। ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মণি রত্নমের Ponniyin Selvan দেখার জন্য কোনও বাড়তি টাকা খরচ করতে হবে না।
আগামী কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে পোন্নিইন সেলভানের সিক্যোয়েল। পাঁচ দিনে ৩০০ কোটির ব্যবসা করে নয়া রেকর্ড গড়ে ফেলেছে মণি রত্নমের ছবি Ponniyin Selvan।
[ad_2]
Source link