Aindrila Sharma News Today : কমেছে সংক্রমণ, ঐন্দ্রিলার ভেন্টিলেশন সাপোর্ট সরানো নিয়ে শীঘ্র‌ই বড় সিদ্ধান্ত – aindrila sharma health update tv actress moving hands vitals normal know details

0
16

[ad_1]

গত ১ নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। আট দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। নতুন করে জ্বর আসেনি তাঁর। সংক্রমণও অনেকটাই কমেছে। জানা গিয়েছে, বর্তমানে ঐন্দ্রিলা নড়াচড়া করতে পারছেন। তাঁর ফিজিওথেরাপিও চলছে। এই ধরণের পরিস্থিতি চললে দু’দিনের মধ্যেই ভেন্টিলেশন থেকে বের করা হবে টেলি অভিনেত্রীকে। বুধবার সকালেই চিকিৎসকরা জানিয়েছিলেন, Aindrila Sharma এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। সংক্রমণ নিয়ন্ত্রনে আসায় যাবতীয় জটিলতা কাটছে। বর্তমানে Ventilator CPAP Mode -এ রাখা হয়েছে। যা ভালো লক্ষণ। তাঁর রক্তচাপ এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক। চিকিসৎকরা তাঁকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছেন। তবে অভিনেত্রীর স্নায়ুরainসমস্যা একইরকম রয়েছে।
Ekka Dokka Today Episode : এক্কা দোক্কা ধারাবাহিকে নয়া মোড়, ঝগড়া ভুলে কেন পোখরাজকে বিয়ে করল রাধিকা?
চলতি মাসের প্রথম মঙ্গলবার আচমকা অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা শর্মা। প্রথমে অভিনেত্রীর ডান হাত অবশ হয়ে গিয়েছিল। বিষয়টি নিজের মা-কে জানান ঐন্দ্রিলা। পরে বাঁ-হাত অবশ হয়ে যায় তাঁর। এই সময় ডিজিটাল-কে শিখা শর্মা বলেন, “১০ মিনিটের মধ্যে সেই মেয়েটার কী হয়ে গেল! আমাকে বলেছিল, ‘মা ডানহাত নাড়াতে পারছি না’… তারপর বাঁ-হাত… কী হয়ে গেল” জানা গিয়েছে, ভীষণ বমি হচ্ছিল অভিনেত্রীর। এসেছিল জ্বরও। বিষয়টি জানা মাত্র ঐন্দ্রিলার ‘কাছের মানুষ’ সব্যসাচী চৌধুরী পৌঁছে গিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মার বাড়িতে। তাঁকে হাসপাতালে নিয়ে যান।
Madhubani Goswami Pregnancy : ফের প্রেগন্যান্ট ‘ভালোবাসা ডট কম’ খ্যাত মধুবনী? উত্তর দিলেন রাজার স্ত্রী
অভিনেত্রীকে পরীক্ষা করার পর চিকিৎসক জানিয়ে দেন, মস্তিষ্কে স্ট্রোক হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেটর সাপোর্টে। কিছুদিন আগেই তাঁর ট্রাকিওস্টমি করা হয়েছিল। পরিবার সহ অনুরাগীদের চিন্তা বাড়ছিল। তবে জীবনীশক্তির জোরে কোমা থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।
Bengali Serial Pilu : ‘পিলু’র সফর শেষ, কী বললেন কলাকুশলীরা?
সোমবার কিছুক্ষণের জন্য ভেন্টিলেটর সাপোর্ট সরানো হয়েছিল অভিনেত্রীর। সেই খবর জানিয়ে সব্যসাচী ফেসবুকে লিখেছিলেন, “ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপও মোটামুটি স্বাভাবিক।”

তাঁর সংযোজন, “…জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে।”

বিনোদনের আরও খবর পড়তে ক্লিক করুন… টেলিভিশনের খবর পাবেন এই লিঙ্কে… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here