Aindrila Sharma News: ‘এতটাই বাঁচার ইচ্ছে ছিল…’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি শুনিয়েছিলেন ঐন্দ্রিলা – aindrila sharma talked about her cancer survivor journey

0
21

[ad_1]

লড়াইটা কঠিন ছিল, অত্যন্ত দুর্গম। কিন্তু, বাঁচার ইচ্ছেটাই শক্তি জোগাত….
এই মুহূর্তে হাসপাতালে ফের একবার কঠিন লড়াই লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা (Aindrila Sharma)। আগে দু’বার শুধু ‘ফাইট’-ই করেননি তিনি, জয়ীও হয়েছিলেন। কিন্তু, এই লড়াই এবং জয়ের মাঝের পথটা ছিল অনেক দুর্গম। সেকথা একটি শোয়ে নিজেই শুনিয়েছিলেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি, অভিনেত্রীর সাজানো জীবন লন্ডভন্ড হয়ে যায়। তিনি জানতে পারেন ব্যোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপরেই নাবালিকা ঐন্দ্রিলার জীবনে এক যুদ্ধের অধ্যায়…
চিকিৎসার জন্য দিল্লি যান তিনি। ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তাঁকে ফোঁটানো ৬০টি ইঞ্জেকশনের সংখ্যা গুনেছিলেন। তারপর আর হিসেব রাখেনননি।

Aindrila Jiyon Kathi : ‘ও অনেক বড় যোদ্ধা…’, ঐন্দ্রিলা ফ্লোরে ফেরার অপেক্ষায় সোমরাজ
অসহ্য শারীরিক যন্ত্রণা…কিছু মানুষকে পাশে পেয়েছিলেন তিনি। কিন্তু, সেখানেই কিছু ‘আপনরাই’ অদেখা ক্ষত দিয়েছিল মনে। ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তাঁর খুব কাছের একজন সেই সময় মা হয়েছিলেন। কেমো নিয়ে হাসপাতাল থেকে ফেরার পর তিনি উচ্ছ্বসিত হয়ে তাঁদের সন্তানকে কোলে নিতে গিয়েছিলেন। সেই সময় স্বামী-স্ত্রী চোখাচোখি করেন নিজেদের মধ্যে। অভিনেত্রী বুঝতে পারেন তাঁরা বিষয়টিতে খুশি নন। আঘাত পেয়েছিলেন ঐন্দ্রিলা, শারীরিক আঘাতের পাশাপাশি মনেও তৈরি হয়েছিল ক্ষত।

Aindrila Sharma : ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’, প্রার্থনা টলিপাড়ার সতীর্থদের
এছাড়াও কেমো থেরাপির জন্য ঐন্দ্রিলার শরীরেও তার ছাপ পড়েছিল। আর সেই সময় বাইরে বার হলে অভিনেত্রীকে শুনতে হত হাজার কথা। সেই লড়াইয়ে জয়ী হয়েছিলেন ঐন্দ্রিলা। এরপর বিনোদন জগতে পা। একাধিক হিট মেগার মুখ তিনি। সবকিছু চলছিল স্বাভাবিক ছন্দেই। কিন্তু, হঠাৎ বিপত্তি…
২০২১ সালে ঐন্দ্রিলা জানতে পারেন তাঁর ডান ফুসফুসে ১৯ সেন্টিমিটার একটি টিউমার হয়েছে। আরও একবার লড়াই করার কথা ভাবতেও পারতেন না তিনি। কিন্তু, পাশে পেয়েছিলেন পরিবারকে। এবার শক্ত করে হাত ধরেছিলেন বন্ধু সব্যসাচীও। চিকিৎসকরা তাঁকে বলেছিলেন, “অপারেশনের এই ঝুঁকিটা নেবে তো? হয়তো…”।

Aindrila Sharma : রক্তচাপ ১১০/৭০, পালস ১১২! ভেন্টিলেশনে এখনও সংকটজনক ঐন্দ্রিলা
ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তাঁর বাঁচার এতটাই ইচ্ছে ছিল যে এক মিনিট সময় নষ্ট না করে তিনি হ্যাঁ বলে দিয়েছিলেন। সেই বারও চিকিৎসকদের সাহায্যে ফের একটা যুদ্ধ জয় করেছিলেন তিনি। ধীরে ধীরে ফিরছিলেন স্বাভাবিক জীবনে। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু, তার আগেই বিপত্তি। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁর জন্য প্রার্থনা করছেন ভক্তরা।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here