Aindrila Sharma : খুললেন বাম চোখ, উঠছে হাতও! চিকিৎসায় সাড়া ‘ফাইটার’ ঐন্দ্রিলার – aindrila sharma health condition is improving

0
17

[ad_1]

তাঁর আরোগ্য কামনা করছে লাখ লাখ ভক্ত। কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা? হাসপাতাল সূত্রে খবর, গতকালের থেকে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বাম চোখ খুলতে পারছেন ঐন্দ্রিলা। অল্প ওঠাতে পারছেন বাম হাত। রাইস টিউবে খাওয়ানো হচ্ছে তাঁকে। তবে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। ঘন ঘন বমি করতে শুরু করেন তিনি। তড়িঘড়ি তাঁর বাড়িতে যান বন্ধু সব্যসাচী। এরপরেই তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে খবর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসারত রয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, তিনদিন ধরে হাসপাতালেই রয়েছেন ঐন্দ্রিলার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। এছাড়াও রয়েছেন ঐন্দ্রিলার পরিজনরা। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য গোটা টলি ইন্ডাস্ট্রির পাশাপাশি তাঁর অসংখ্য ভক্তরা প্রার্থনা করছেন।

Aindrila Sharma : প্রেমিক সব্যসাচীকে জন্মদিনের শুভেচ্ছা, একরাতের মধ্যে এলোমেলো হয়ে গেল ঐন্দ্রিলার পৃথিবী
ইন্ডাস্ট্রির বন্ধুদের বার্তা…
ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার খবর পেয়ে মন খারাপ টলিপাড়ায় তাঁর বন্ধুদের। অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তাঁর সহকর্মী সোমরাজ। ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সোমরাজ বলেন, “দ্বিতীয়বার ও যখন অসুস্থ হয় সেই সময় আমরা একসঙ্গে কাজ করছিলাম। সেই সময় আমরা প্রার্থনা করেছিলাম যাতে ও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে। ও ফিরে এসেছিলও। কাজ করা শুরু করেছিল। ও কাজ এবং মানুষকে অত্যন্ত ভালোবাসত। ও অনেক বড় যোদ্ধা। খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে আশা করছি।”

Aindrila Sharma News: ‘এতটাই বাঁচার ইচ্ছে …’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি শুনিয়েছিলেন ঐন্দ্রিলা
অন্যদিকে, বৃহস্পতিবার অভিনেতা সৌরভ দাস একটি ফেসবুক পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “সকলের উদ্দেশে জানাচ্ছি, ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে জল্পনা করবেন না। আমি এবং Dibya আছি Sabyasachi র সঙ্গে শুরু থেকেই । ফোন ধরার মতো পরিস্থিতিতে আমি নেই। সঠিক সময় সব্য জানিয়ে দেবে যেমন ও সবসময় করে। আপনাদের ভালোবাসা-চিন্তার জন্য ধন্যবাদ। ওর জন্য (ঐন্দ্রিলা) প্রার্থনা করবেন।” উল্লেখ্য, ‘ঝুমুর’ ধারাবাহিকের মধ্য দিয়েই ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ঐন্দ্রিলা। এরপর ‘জীবন জ্যোতি’-তে অভিনয় করেন তিনি। পাশাপাশি ‘জিয়ন কাঠি’ মেগায় তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। সেই সময় লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ২০২১ সালে ফের একবার তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে। আরও একবার লড়াই শুরু হয়েছিল ঐন্দ্রিলার।

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here