Aindrila Sharma: কমেছে সংক্রমণ, চিকিৎসায় সাড়া ঐন্দ্রিলার! শীঘ্রই ভেন্টিলেশন সাপোর্ট থেকে সরানো নিয়ে সিদ্ধান্ত – aindrila sharma health update 7 november 2022 no fever vitals stable infection coming down know details

0
12

[ad_1]

Aindrila Sharma Health Update 7th Nov 2022 : মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জানা গিয়েছে, তাঁর সংক্রমণ অনেকটাই কমেছে। বর্তমানে কেমন আছেন অভিনেত্রী? রইল হেলথ আপডেট…

 

হাইলাইটস

  • চিকিৎসায় সাড়া দিচ্ছেন দু’বারের ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
  • সোমবারও তাঁর ভেন্টিলেশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • গত ১ নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় Aindrila Sharma -র।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন দু’বারের ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবারও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ১ নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় Aindrila Sharma -র। ওইদিন আচমকাই তাঁর হাত অসাড় হয়ে গিয়েছিল। বমিও করছিলেন তিনি। এসেছিল ধুম জ্বর। নায়িকার স্বাস্থ্যের অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন্ধু সব্যসাচী চৌধুরীকে। তড়িঘড়ি ‘কাছের মানুষ’-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরেই। হাওড়ার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোক হয়েছে ঐন্দ্রিলা। সেই থেকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন ‘জীবন জ্যোতি’ খ্যাত অভিনেত্রী।
Aindrila Sharma Health : ‘…নিজের হাতে ওকে বাড়ি ফেরাব’, ঐন্দ্রিলার অসুস্থতা প্রসঙ্গে মুখ খুললেন সব্যসাচী
ছ’দিন পর কেমন আছেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা? হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অভিনেত্রীর সংক্রমণ অনেকটা কমেছে। বিষয়টিকে ভালো লক্ষণ হিসেবেই দেখছেন চিকিৎসকরা। এখন আর জ্বর আসছে না তাঁর। এদিনই শেষবার ৯৯ পর্যন্ত জ্বর এসেছিল তাঁর । বিষয়গুলিকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে।
Aindrila Sharma Mother : ‘এভাবে দেখতে চাই না…’, ঐন্দ্রিলার কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন মা শিখা শর্মা
জানা গিয়েছে, ঐন্দ্রিলা বাঁ-দিকের হাত নাড়াচ্ছেন। চিকিৎসকদের দাবি, তাঁর দেহের বাঁ-দিকে সাড় ফিরে এসেছে। ভেন্টিলেশনের সাপোর্টও কমানো হয়েছে। কারণ, এখন তা সি-প্যাপ মোডে রয়েছে। অভিনেত্রীর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তবে স্নায়ুর অবস্থা একইরকম।

৫ নভেম্বর ট্র্যাকিওস্টমি করা হয়েছে ঐন্দ্রিলা শর্মার। ধীরে ধীরে তিনি সেড়ে উঠছেন বলেই মনে করছেন চিকিৎসকরা। ৪ নভেম্বর মেয়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে জানান নায়িকার মা শিখা শর্মা। এই সময় ডিজিটাল-কে তিনি বলেছিলেন, “ও সামান্য নড়াচড়া করেছে শুনেছি। এর বেশি কিছু জানি না। সবটাই শোনা কথা। নিজের চোখে দেখিনি… কিছু দেখিনি।” ওই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
Aindrila Sharma Recent News : ‘ওকে ফিরতেই হবে’, ঐন্দ্রিলার আরোগ্য কামনায় স্যান্ডি সাহা
কান্নামাখা গলায় তাঁর সংযোজন, “আমি খুব মানসিক যন্ত্রণায় আছি। কী বলব জানি না। হাতটুকু নড়েছে এটাই শুনেছি। সবাই আছে হাসপাতালে। কী ভাবে দেখব মেয়েটাকে! চোখের সামনে ওভাবে পড়ে থাকতে দেখতে ইচ্ছে করছে না। তাই আমি যাইনি।”
Aindrila Sharma News: ‘এতটাই বাঁচার ইচ্ছে …’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি শুনিয়েছিলেন ঐন্দ্রিলা
অন্যদিকে, ১ নভেম্বর থেকেই হাসপাতালে সব্যসাচী চৌধুরী। বন্ধুর ছায়াসঙ্গী তিনি। সোশাল মিডিয়ায় অভিনেতা লেখেন, “…ওকে নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।”

বিনোদনের আরও খবর পড়তে ক্লিক করুন… টেলিভিশনের খবর পাবেন এই লিঙ্কে… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here