হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত

0
17

[ad_1]

আন্তর্জাতিক ডেস্ক : ‘সরকার ও এর পরিচালনাকারীরা’ তাকে হত্যার পরিকল্পনা করেছিল জানিয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই প্রধান ইমরান খান অভিযোগ করে বলেছেন, যেভাবে পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যা করা হয়েছিল সেভাবে তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল।


আরও পড়ুন : নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী



শুক্রবার (৪ নভেম্বর) বন্দুক হামলার এক দিন পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন ইমরান খান।


ক্ষমতাসীন দল পিএমএল-এন এই পরিকল্পনার পেছনে কাজ করেছে দাবি করে ইমরান খান বলেন, ‘প্রথমে তারা আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনলো…তারা গোপন বার্তা তৈরি করে সেগুলো প্রকাশ করলো এবং পিএমএল-এন এটি ছড়িয়ে দিলো।’


আরও পড়ুন : ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২


পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘এই ডিজিটাল যুগে এগুলো বের করা অনেক সহজ। প্রথমে প্রচার করা হলো আমি ধর্মকে অসম্মান করেছি এবং তারা ওয়াজিরাবাদে যা ঘটিয়েছে তার পরিকল্পনা করলো যে…ইমরান খান ধর্মীয় চরমপন্থির হাতে খুন হয়েছে।’


আরও পড়ুন : ইমরান খানের ওপর হামলা অগ্রহণযোগ্য


পিটিআইয়ের নেতা অভিযোগ করেন, হামলার পরপর তার দলের পক্ষ থেকে থানায় এফআইআর করার জন্য যাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই এটি নিতে অস্বীকার করছিল। তাদের ভয়ের কারণ ছিল ‘অনেক প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে।’


সান নিউজ/এইচএন

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here