[ad_1]
সান নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে এসে অসুস্থ হয়ে জিন্নাত আলী হারুন (৫০) নামে এক নেতার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: যুব মহাসমাবেশে প্রধানমন্ত্রী
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী হারুন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হারুন রাজশাহীর মোহনপুর থানার বাকশিমইল গ্রামের বেশারত উল্লার ছেলে। তিনি ৫নং বাকশিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুক হামলা, নিহত ৯
জিন্নাত আলী হারুনের সঙ্গে আসা শফিকুল ইসলাম বলেন, তারা রাজশাহীর মোহনপুর থানার বাকশিমইল এলাকা থেকে ঢাকায় যুব মহাসমাবেশে যোগ দিতে আসেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে এসে আজ দুপুরে হঠাৎ হারুন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সান নিউজ/এমআর
[ad_2]
Source link