সংস‌দে যা‌চ্ছে জাতীয় পা‌র্টি | SUN NEWS BANGLADESH

0
15

[ad_1]

সান নিউজ ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে সংসদ অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।


আরও পড়ুন: পুলিশের ২ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার


জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সোমবার (৩১ অক্টোবর) এক নির্দেশনায় জাতীয় পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।


জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


আরও পড়ুন: ৯৩ বার পেছাল তদন্ত প্রতিবেদন


এর আগে রোববার (৩০ অক্টোবর) জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবেন না বলে জানানো হয়।


ওইদিন বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এ বিষয়ে রোববার রাতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সমকালকে বলেন, ‘সংসদীয় দল জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাঁকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। জিএম কাদের আমাদের নেতা। আমরা তাহলে কার নেতৃত্বে সংসদে যাবো?’


আরও পড়ুন: ইউক্রেনের শস্য রপ্তানিতে রুশ অবরোধ


জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবেন না। রোববার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


সান নিউজ/এনকে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here