ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

0
17

[ad_1]

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যদি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয় কিংবা গাড়ি ভাঙচুর করা হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।


আরও পড়ুন : শুক্রবার কখন কোথায় লোডশেডিং


বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস সংলাপে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।


আরও পড়ুন : বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো


সরকারের মেয়াদের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এখন আমরা সেটা লক্ষ্য করছি- এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময়েই মনে করে যে নির্বাচনের মাধ্যমে পাবলিক ম্যান্ডেটে সরকার বদল হবে।


তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা অনেক কিছুই দেখেছি, ষড়যন্ত্র দেখেছি। এগুলোর মাধ্যমেও ক্ষমতা বদল হয়ে গিয়েছিল।


আরও পড়ুন : ডিআইজি মিজানকে বরখাস্ত


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই মনে করেন সরকার বদল করবার একমাত্র উপায় হলো নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট। সেজন্য সংবিধান অনুযায়ী ৫ বছর পর পর নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়, আর সেই নির্বাচনকেই আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে।


আরও পড়ুন : অনুমোদন পেল এয়ার অ্যাস্ট্রা


নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একটু সক্রিয় হয়ে যায় কিংবা নানান ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, যাতে একটা বিশৃঙ্খল পরিবেশ কিংবা উত্তেজনা সৃষ্টি হয়। নির্বাচনের সময় এটা অস্বাভাবিক কিছু নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


সান নিউজ/এইচএন

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here