ব্যাটিংয়ে নিউজিল্যান্ড | SUN NEWS BANGLADESH

0
16

[ad_1]

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে টসে জিতেন অধিনায়ক কেন উইলিয়ামসন, আর নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।


আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২


শ্রীলঙ্কার এটি তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচের একটিতে (আয়ারল্যান্ড) জিতেছে লঙ্কানরা, অন্যটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। আজ তৃতীয় ম্যাচে লঙ্কানদের জন্য বাঁচা-মরার লড়াই। জিততে পারলে সেমির সম্ভাবনা টিকে থাকবে। হারলে সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে।


আজ নিউজিল্যান্ড জিতলে তারা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করবে। তারা গ্রুপের শেষ ২টি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সেক্ষেত্রে ১টি ম্যাচ জিতলেই তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।


আরও পড়ুন: নিরুপায় হয়ে আত্মহত্যার চেষ্টা


দুই দলে আছে একটি করে পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর বদলে কাসুন রাজিথা এসেছেন শ্রীলঙ্কা একাদশে। আর নিউজিল্যান্ড দলে ঢুকেছেন ড্যারিল মিচেল, বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান।


নিউজিল্যান্ডে একাদশ:


ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।


শ্রীলঙ্কা একাদশ:


কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।


সান নিউজ/এমআার

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here