বাংলাদেশের মানুষ খুনোখুনিতে যেতে চায়না

0
17

[ad_1]

মাদারীপুর প্রতিনিধি: ‘সারা বাংলাদেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়, আর অন্ধকারে যেতে চায়না, আর খুনোখুনিতে যেতে চায়না’ । আজ বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারী পুরে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি এ কথা বলেন।


আরও পড়ুন : কঠিন শর্ত মেনে ঋণ নেব না


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এখন শুনি বিএনপি-জামাত ঐক্যজোটে নাকি ঢাকা শহরে ৩০ লক্ষ, ১৫ লক্ষ লোক, ২০ লক্ষ লোক নিয়ে যাবেন, নিয়ে বসে থাকবেন। বসে থাকুন কোন অসুবিধা নাই। কিন্তু কারো জান মালের ক্ষতি হলে,কিংবা কারো চলাচলে বিগ্ন সৃষ্টি হলে আইন- শৃঙ্খলা বাহিনীর জনগণের নিরাপত্তা দেয়ার যে দায়িত্ব তারাতা পালন করবেন।


মন্ত্রী আর ও বলেন, আমরা আরো শুনি, এগুলো শুনা কথা তাদের মুখে অবশ্য শুনি নাই,তারা বসে থেকে নাকি সরকার গঠন করবেন, আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের উপর তার বিশ্বাস, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, আওয়ামীলীগ কোনদিন বন্দুকের নলে কিংবা পেশী শক্তি দিয়ে ক্ষমতায় আসেনি।


তিনি আরও বলেন, সারা বাংলার জনগণের একই কথা শেখ হাসিনার কোন বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে এবং আওয়ামীলীগকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহানখান, এমপি।


আরও পড়ুন : সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ, এমপি,টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোটমনির, মাদারীপুর জেলাপ্রশাসক ড. রহিমাখাতুন, পুলিশসুপার মো. মাসুদ,মাদারীপুর পৌর মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ,কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রমূখ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন কওে বেলারা ইসু ফাউন্ডেশন ও আছমত আলী খান ফাউন্ডেশন।


সান নিউজ/এসআই

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here