প্লেন বিধ্বস্তে নিহত বেড়ে ১৯

0
19

[ad_1]

আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। রোববার (৬ নভেম্বর) বুকোবা অঞ্চলের ভিক্টোরিয়া লেকে খারাপ আবহাওয়ার মধ্যে বিমানবন্দরে অবতরণ করতে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন: ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্লেনটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। তবে এরই মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে।


আরও পড়ুন: মৃত্যুর শীর্ষে জাপান


দেশটির আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট ও দুই কেবিন ক্রুসহ ৪৩ জন ছিলেন।


তানজানিয়ায় প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রোববারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।


আরও পড়ুন: বাসচাপায় নারীসহ নিহত ২


উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে মাজালিওয়া সাংবাদিকদের বলেন, ‘সকল তানজানিয়াবাসী এই ১৯ জনের মৃত্যুতে শোকাহত… যারা বিমান দুর্ঘটনায় তাদের জীবন হারিয়েছে।’


দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ এবং এয়ারলাইন সংস্থা বলেছিল, পিডব্লিউ ৪৯৪ ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কাগেরা অঞ্চলের বুকোবা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার তৎপরতার সময় কেউ প্রাণ হারিয়েছেন কিনা এখনও তা স্পষ্ট নয়।


আরও পড়ুন: টিভিতে আজকের খেলা


তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা প্রেসিশন এয়ার জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকারীদের পাঠিয়েছে। এছাড়া কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পগালে সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি।’


সান নিউজ/এমআর

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here