প্রেমের টানে ২৮ বছরের যুবকের কাছে ৮৩ বছরের নারী!

0
13

[ad_1]

সান নিউজ ডেস্ক: প্রেমের টানে ২৮ বছরের যুবকের কাছে ৮৩ বছরের ব্রোমা নামের এক নারী ছুটে এলেন পাকিস্তানে।


আরও পড়ুন: ৫২ বছরের শিক্ষকের প্রেমে পড়লেন ২০ বছরের ছাত্রী!


ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, পোল্যান্ড থেকে পাকিস্তানের হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা। তার উদ্দেশ্য হাফিজ মহম্মদ নাদিমকে বিয়ে করবেন। হাফিজ অটো মেরামত করেন। তা নিয়ে অবশ্য একবারও ভাবেননি ব্রোমা।


একটি পাকিস্তানি সংবাদমাধ্যমকে হাফিজ জানান, ছয় বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সঙ্গে। তারপর নিয়মিত কথা হতো তাদের। কিন্তু কখনও দেখা হয়নি। বিয়ের সময়ই প্রথম দেখা হয় তাদের।


হাফিজাবাদে এসে রীতিমতো সব নিয়ম মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ। লাল শাড়িতে সেজেছেন ৮৩ বছরের পাত্রী। হাতে পরেছেন মেহেন্দি। আবার মুসলিম নিয়ম অনুযায়ী পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন তিনি।


আরও পড়ুন: ভারতকে সতর্ক করলেন ইমরান খান


হাফিজের পরিবার জানিয়েছে, তুতো বোনের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন।


অসম বয়সের কারণে এই বিয়ের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। ভালবাসার নাকি কোনো বয়স নেই। বয়স মেপে ভালবাসা হয় না। তা আরও এক বার প্রমাণ করে দিলেন এই নারী।


সান নিউজ/এনকে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here