পিএসএল প্লেয়ার ড্রাফটে ২৮ টাইগার

0
18

[ad_1]

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ক্রিকেট বিশ্বে খুব অল্প সময়ে বেশ সমাদৃত এই ফ্রাঞ্জাইজি লিগের আসছে আসরে একঝাঁক বাংলাদেশী ক্রিকেটারকে দেখা যেতে পারে। একাধিক বাংলাদেশী ক্রিকেটার এর আগেও খেলেছেন পিএসএল।


আরও পড়ুন : ভারতকে নিয়ে মজা করলেন শোয়েব


পিএসএলের আগামী আসরে দল পেতে বিভিন্ন দেশ থেকে কয়েক শ’ ক্রিকেটার ইতোমধ্যেই নাম লিখিয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছে ২৮ ক্রিকেটারের নাম।


পাকিস্তানের এই ফ্রাঞ্জাইজি লিগে খেলতে আগ্রহীদের তালিকায় সর্বোচ্চ ১৩৯ জন ইংলিশ ক্রিকেটার রয়েছেন ।


এছাড়া রশীদ-নবীদের আফগানিস্তান থেকে আবেদন করেছেন ৪৩ জন। অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের নয়জন, নিউজিল্যান্ডের ছয়জন, সাউথ আফ্রিকার ২৫ জন, শ্রীলঙ্কার ৬০ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটার নাম লিখিয়েছেন পিএসএলের প্লেয়ার ড্রাফটে।


আরও পড়ুন : পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা


আইসিসির সহযোগী দেশগুলো থেকেও অনেক আবেদন এসেছে। এর মাঝে নেদারল্যান্ডসের ১৫ জন, স্কটল্যান্ডের ১০ জন, আরব আমিরাতের ২৫ জন ও কানাডার ১০ ক্রিকেটার রয়েছেন।


তবে সংখ্যা প্রকাশ করলেও কিছু তারকা ক্রিকেটার ছাড়া বাকিদের নাম প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


আরও পড়ুন : ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড


পিসিবির নাম প্রকাশ করাদের তালিকায় বাংলাদেশ থেকে আছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন। যেখানে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ পরিমাণে। তাকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে।


সান নিউজ/এইচএন

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here