দুর্নীতিতে জড়িত বিচারকদের ছাড় নয়

0
37

[ad_1]

সান নিউজ ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এ ধরনের অপকর্মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


আরও পড়ুন: তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাগণের উদ্দেশ্যে অভিভাষণে তিনি এসব কথা বলেন।


প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে হবে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬


সম্প্রতি কয়েকটি জেলা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারকদের বাহাসের ঘটনা ঘটে। এগুলো প্রধান বিচারপতির নজরে আনেন জেলা জজরা। তখন প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সকলকে বজায় রাখতে হবে। কোনো বিচারকের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা প্রধান বিচারপতিকে অবহিত করতে হবে। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে।


অভিভাষণ অনুষ্ঠানে আপিল বিভাগের সব বিচারপতি বক্তব্য রাখেন। ৩২০ জন জেলা জজ পদ মর্যাদার কর্মকর্তা অভিভাষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সান নিউজ/এমআর

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here