দারুণ লড়াইয়ে সক্ষম টাইগাররা | SUN NEWS BANGLADESH

0
15

[ad_1]

সান নিউজ ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা এবং সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।


আরও পড়ুন: সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট


রোববার (৩০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


তিনি বলেন, ক্রিকেটের দারুণ লড়াইয়ে সক্ষম টাইগাররা। যেকোনো দলের বিপক্ষেই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারে তারা। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ম্যাচগুলোতেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে।


বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু।


আরও পড়ুন: দ. কোরিয়ায় নিহত বেড়ে ১৫১


এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে নাটকীয় জয় পায় বাংলাদেশ। এর ফলে আসরটির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা। রুদ্ধশাস খেলায় নুরুল হাসান অপেক্ষা করে থাকলেন কিছুক্ষণ। এরপর ভাঙলেন স্টাম্প। মোসাদ্দেকের হোসেনের বলে আবার ব্যাট চালিয়েছিলেন মুজারাবানি, তবে মিস করে গেছেন আবারও। দ্বিতীয় দফা জয়ের উদ্‌যাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশ জিতল ৩ রানে। মান অব দ্যা ম্যাচ হয় তাসকিন।


সান নিউজ/এনকে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here