দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান | SUN NEWS BANGLADESH

0
16

[ad_1]

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো পাকিস্তান।


আরও পড়ুন: ফখর জামানের বিশ্বকাপ শেষ


বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।


ইফতিখার আহমেদ ও শাদাব খানের হাফ সেঞ্চুরি, সঙ্গে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজের ছোটখাটো ঝড়। এই চার ইনিংসে পুঁজি করে পাকিস্তান করে ফেলে ৯ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ।


আরও পড়ুন: শেষ মুহূর্তে হারল বাংলাদেশ


পাকিস্তানের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপরই হানা দেয় বৃষ্টি। ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। তবে বৃষ্টি আইনে আফ্রিকার নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ বলে ৭৩ রান।


বৃষ্টির পর নতুন লক্ষ্য তাড়া করতে নেমে হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিলো দক্ষিণ আফ্রিকা বুঝি জিতেই যাবে।


কিন্তু সহসাই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান এবং শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছাতেও বাধা দিতে সক্ষম হয় তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সক্ষম হয় পাকিস্তান।


আরও পড়ুন: আইসিসিতে অভিযোগ জানাবে বাংলাদেশ


পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।


দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।


সান নিউজ/এনকে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here