ডেভিড ওয়ার্নারের রেকর্ড | SUN NEWS BANGLADESH

0
32

[ad_1]

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি ছিল শুধু ইংলিশ ব্যাটার জো রুটের। ২০২১ সালে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।


আরও পড়ুন: শাকিব-বুবলি নতুন সুখবর!


দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ধুঁকছিলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত সাদা পোশাকে গত দুই বছরে তার গড় রান ছিল মাত্র ২৭। সবশেষ সেঞ্চুরির দেখা পান ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি ওয়ার্নার। অফফর্মের কারণে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে সব সমালোচনার জবাব দিলেন এই অজি ওপেনার। টেস্ট শুরুর আগে পুরনো নিজেকে খুঁজে পেতে চেয়েছিলেন ওয়ার্নার। নিজের শততম টেস্টটি রাঙাতে চেয়েছিলেন। কিন্তু ভেবেছিলেন কি ঠিক এভাবেই রাঙাবেন?


আরও পড়ুন: জাহিদের পাশে গোলাম রাব্বানি


৩২ রান দিয়ে প্রথম দিন শেষ করা ওয়ার্নার মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৭৮ রানে পৌঁছে শততম টেস্টে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যা তিনি স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ২৫ সেঞ্চুরির মাইলফলকও।এছাড়া গর্ডন গ্রিনিজের পরে শততম ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র দ্বিতীয় খেলোয়াড় ওয়ার্নার।


ওয়ার্নার এদিন ২৫৪ বল খেলে ১৬টি চার ও ২ ছক্কায় ২০০ রান করেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। যেটা তিনি পেয়েছেন ৭ বছর ১ মাস পর। এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর তিনি করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল। নিউ জিল্যান্ডের বিপক্ষে পার্থে ২৫৩ রান করে আউট হয়েছিলেন।


আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি আ’লীগের জনসভা


আর টেস্ট ক্যারিয়ারে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৩৩৫ রান। যা তিনি অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ২০১৯ সালে।


আজ অবশ্য ২০০ করেই তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে যান। আবার ফিরেন কিনা দেখার বিষয়।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬


মেলবোর্ন টেস্টের প্রথম দিনে বোলার গ্রিনের দাপটে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। সর্বশেষ ৭ ইনিংসেই দুই শর কমে গুটিয়ে যয় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তোলে অস্ট্রেলিয়া।


সান নিউজ/এমএ/এমআর

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here