ডিম আগে না মুরগি আগে

0
26

[ad_1]

সাননিউজ ডেস্ক: অনেকের মনেই প্রশ্ন জাগে ডিম আগে না মুরগি আগে। তবে এমন প্রশ্নে সম্প্রতি একদল ব্রিটিশ গবেষক দাবি করেছেন, মুরগিই আগে এসেছে। যুক্তরাজ্যের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ সময় এ নিয়ে গবেষণা করেছেন।


গবেষকদের দাবি, ডিম সৃষ্টিতে ডিমের সাদা অংশে থাকা ওভোক্লিডিন নামের প্রোটিনের (ওসি-১৭ নামেও পরিচিত) গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই প্রোটিন পাওয়া যায় মুরগির গর্ভাশয়ে। এতেই প্রমাণিত হয় যে মুরগিই প্রথমে এসেছে। এরপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে এবং পরে তা থেকেই তৈরি হয়েছে ডিম।


সাননিউজ/এএএ

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here