চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক

0
17

[ad_1]

সান নিউজ ডেস্ক: করোনাকালে টিকা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য চীন সরকার ও সে দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক।


আরও পড়ুন: রসিক নির্বাচনের তফসিল ঘোষণা


জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় তার সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেং উই এবং ফেং জিজিয়া।


সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন চীনা কূটনীতিকরা।


আরও পড়ুন: ইমরানের ওপর হামলা সাজানো নাটক


এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি ও বিশেষ দূত মাসরুর মওলা।


সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দুটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।


চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বস্ত বন্ধু হিসেবে।


আরও পড়ুন: আমি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি


লি জিমিং আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উদ্যোগী হয়ে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেন। এখনো চীনের সাধারণ মানুষ পল্লীবন্ধুকে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বনন্দিত হিসেবেই জানেন।


সান নিউজ/এনকে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here