কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু | SUN NEWS BANGLADESH

0
21

[ad_1]

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জ জেলা কারাগারে তারেক বাইন (৬০) নামের এক ভারতীয় নাগরিক মারা গেছেন। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয় তাকে।


আরও পড়ুন: আরও ২ কর্মকর্তা অবসরে


রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক বাইন ভারতের পশ্চিম বিহার সোনার গ্রামের মরন বাইনের ছেলে।


জানা গেছে, শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ২০২১ সালের ৯ জুলাই তাকে শরীয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়।


আরও পড়ুন: ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক বলেন, তারেক বাইন শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল রাতে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।


জেল সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।


সান নিউজ/এনকে

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here