এবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জাপানি নাগরিক

0
27

[ad_1]

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ ভ্রমণ যেমন রোমাঞ্চকর তেমনি সেটা সাধারণ মানুষের নাগালের বাইরে। কারণ সেখানে যেতে হলে গুনতে হয় মোটা অংকের টাকা। একমাত্র ধনকুবদেরই রয়েছে সেখানে যাবার সুযোগ।


এবার সেই মহাকাশ ভ্রমন তালিকায় যুক্ত হচ্ছেন জাপানের ৪৬ বছর বয়সী ফ্যাশন ম্যাগনেট ও ধনকুবের ইউশাকু মায়েজাওয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


প্রতিবেদনে বলা হয়, মহাকাশ ভ্রমণে ১২ দিন অবস্থান করবেন ইউশাকু। ২০১৮ সালেই তার ভ্রমণে যাওয়ার বিষয়টি জানিয়েছিল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।


জানা গেছে, রাশিয়ার রোজকসমস স্পেস এজেন্সির সুয়ুজ রকেটে চড়ে মহাকাশে ভ্রমণে যাচ্ছেন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) কাজাখস্তানের বাইকোনুর থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে তার।


ইউশাকু জানান, মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরুর জন্য মুখিয়ে আছেন। স্বপ্ন শেষ পর্যন্ত সফল হতে চলেছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী ২০ ডিসেম্বর ফিরবো।


সাননিউজ/এএএ

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here