উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ | SUN NEWS BANGLADESH

0
3


ক্রীড়া প্রতিবেদক : জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ে ফিরলো বাংলাদেশ। আগের দিন মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হারা বাংলাদেশ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।


বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ওমানকে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লাল-সবুজ জার্সিধারীরা।


এ জয়ে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকলো বাংলাদেশের। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই সেমিতে ওঠা নিশ্চিত হবে লাল-সবুজ দলের।


উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেন আমিরুল ইসলাম। অন্য গোলটি করেন আবেদ উদ্দিন। উজবেকিস্তানের গোলটি করেন ফুজিবেক হুসানভ।


প্রথম তিন কোয়ার্টারে তিন গোল পায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন আমিরুল। ২২ মিনিটে আবার গোল করেন আমিরুল।


তৃতীয় কোয়ার্টারের শুরুতেই তৃতীয় গোল করে বাংলাদেশ। এবারের গোলদাতা আবেদ উদ্দিন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে হুসানভের গোলে ব্যবধান ৩-১ করে উজবেকিস্তান।


সান নিউজ/জেএইচ



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here