ইউক্রেনের শস্য রপ্তানিতে রুশ অবরোধ

0
10

[ad_1]

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দরগুলোতে খাদ্যশস্য রপ্তানিতে ফের অবরোধ কার্যক্রম শুরু করেছে রাশিয়া। এর আগে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। খবর এপির।


আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১


শনিবার (২৯ অক্টোবর) ক্রিমিয়া উপকূলে হামলার পর এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে বিশ্বে ইউক্রেনের শস্য রপ্তানির পথ সহজ করার প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেলো।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বৈশ্বিক ক্ষুধা ঝুঁকি বাড়ছে। কারণ বিশ্বের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউক্রেন।


আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে


বাইডেন আরও বলেন, এটা সত্যিই ভয়ঙ্কর। রাশিয়া যা করছে, তার কোনো সঠিকতা নেই।


জানা গেছে, কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ফের চালু করেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি। এবার সেই চুক্তি থেকে সরে এলো রাশিয়া।


সান নিউজ/এমআর

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here