আলজেরিয়ায় যাচ্ছেন না মরক্কোর বাদশাহ

0
20

[ad_1]

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ। আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে ।


আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯


সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর আগে জানিয়েছিলেন, তিনি চিকিৎসকের পরামর্শে এই সম্মেলনে যেতে পারছেন না।


মঙ্গলবার (১ নভেম্বর) দু’দিনের এই সম্মেলন শুরু হচ্ছে।


সোমবার (৩১ অক্টোবর) মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা জানান, বাদশাহ সম্মেলনে যাচ্ছেন না। এর কোনো কারণও জানাননি তিনি।


আরও পড়ুন : রুশ চুক্তি স্থগিত, বেড়েছে গমের দাম


সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে নাসের বুরিতা জানান, ‘মরক্কোর বাদশাহ তার অনুপস্থিতি সত্ত্বেও গঠনমূলক কাজ অব্যাহত রাখার জন্য আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দিয়েছেন।’


শনিবার (২৯ অক্টোবর) উত্তর আফ্রিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।


শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আরব মন্ত্রি পর্যায়ের বৈঠকে আলজেরিয়ার চ্যানেলের মানচিত্রকে মরক্কো ‘ভুল’ হিসেবে অভিহিত করলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়।


আরও পড়ুন : পরমাণু অস্ত্র ধ্বংসের বিপক্ষে যুক্তরাষ্ট্র


তবে আলজেরিয়ার চ্যানেলটি মানচিত্রটির ব্যবহারকে ‘কারিগরি ত্রুটি’ হিসেবে অভিহিত করে ক্ষমা চায়।


অবশ্য আলজেরিয়ার এই ব্যাখ্যায় মরক্কো সন্তুষ্ট হননি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা।


প্রসঙ্গত, পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে টানাপোড়েন রয়েছে। গত বছর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া।


আরও পড়ুন : গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১


সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর আগে জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে ভ্রমণ করতে নিষেধ করায় তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না। সূত্র : মিডল ইস্ট মনিটর।


সান নিউজ/এইচএন

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here