আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা | SUN NEWS BANGLADESH

0
15

[ad_1]

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ৯ দিন এরই মধ্যে কাতার বিশ্বকাপ-২০২২ কে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।


আরও পড়ুন : কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড


গত বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার। কিন্তু শেষমেষ ইনজুরি শঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।


এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর ১ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।


এটাই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সেটা অবশ্য আগেই তিনি ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার অন্তত মেসির জন্য হলেও বিশ্বকাপ জেতার সর্বাত্মক চেষ্টাটা করবে।


আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:


গোলরক্ষক:


এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।


ডিফেন্ডার:


নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ।


মিডফিল্ডার:


রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।


ফরোয়ার্ড:


অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।


সান নিউজ/এসআই

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here