আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম

0
13

[ad_1]

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে চরম রোমাঞ্চকর এক ম্যাচ দেখল গোটা বিশ্ব, যা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। ম্যাচশেষ হওয়ার পরও যে নতুন কোনো মোড় নিতে পারে, সেটি আগে দেখেনি ক্রিকেটবিশ্বও।


আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১


ব্রিসবেনে জিম্বাবুয়ের সঙ্গে এই ম্যাচ মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকেও ছুঁয়ে গেছে এই ম্যাচের আবেগ। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন।


তিনি বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। ’


আরও পড়ুন: ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা


তবে এমন জয়ে সন্তুষ্ট নন পাপন। তার মতে, জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হবে এমন দল জিম্বাবুয়ে নয়।


বিসিবিপ্রধানের ভাষ্য— ‘টি-টোয়েন্টিতে আমরা এমন অনেক ম্যাচ হেরেছি। শেষ তিন ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটি বলা যাবে না। আমরা শেষ তিন ওভারে রানও পাচ্ছি না; আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিপক্ষে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ। ’


আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে


গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি মূলত দু’বার জিতেছে! জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রানের বেশি নিতে দেননি। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৫। ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পিং করতে গিয়ে স্ট্যাম্পের আগেই বল ধরে ফেলেন কিপার সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে করতে দুদল কুশল বিনিময় শেষ করে ফেলে। যখন বাংলাদেশ উদযাপন করছিল তখনই জায়ান্ট স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল। এরপর আবার নামতে হয় দু’দলকে। তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। তবে এবার আর ভুল করেননি সোহান। তাতে বাংলাদেশ জয় পায় ৩ রানে।


সান নিউজ/এমআর

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here