আইসিসিতে অভিযোগ জানাবে বাংলাদেশ | SUN NEWS BANGLADESH

0
15

[ad_1]

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২ নভেম্বর) বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বাংলাদেশ দলের বিশ্বাস।


আরও পড়ুন : ফখর জামানের বিশ্বকাপ শেষ


দায়িত্বরত আম্পায়ারকে তখন অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে মাঠের আম্পায়ারদের কোনো ভ্রুক্ষেপই করতে দেখা যায়নি। পেনাল্টি রান দিলে স্কোর বোর্ডে যোগ হতো ৫ রান।



এছাড়াও ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঠিক এই দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আরও পড়ুন : শেষ মুহূর্তে হারল বাংলাদেশ


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অভিযোগ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (৩ নভেম্বর) গণমাধ্যমে কথা বলতে গিয়ে জালাল ইউনুস বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ।


আরও পড়ুন : ৫ উইকেটে জিতল নেদারল্যান্ড


জালাল আরও বলেন, আপনারা জানেন এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মাত্রই ভুল হয়।’


বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এর আগে গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কি না দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।


আরও পড়ুন : ভুটানকে বিধ্বস্ত করল বাংলাদেশ


বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি।


সোহান আরও জানান, ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’


সান নিউজ/এইচএন

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here